Stadium Collapse: ম্যাচ চলাকালীন ভেঙে পড়লে স্টেডিয়ামের একাংশ! ভারতেই ঘটেছে এমন ঘটনা

রবিবার মুখ্যমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চলাকালীন বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ে (Stadium Collapse)। শান্তি নগরের বিধায়ক কেন্দ্র এবং সি ভি রমন নগর বিধায়ক…

Bengaluru stand collapse

রবিবার মুখ্যমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চলাকালীন বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ে (Stadium Collapse)। শান্তি নগরের বিধায়ক কেন্দ্র এবং সি ভি রমন নগর বিধায়ক কেন্দ্রের মধ্যে ম্যাচ চলাকালীন স্ট্যান্ডের উপরের কিছুটা অংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে , ওই এলাকায় বসে থাকা দর্শকরা পড়েছেন দুর্ঘটনার কবলে।

   

Transfer News: সাদিকুর সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে যুক্ত করল ক্লাব

পড়ে গিয়ে হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসএফএ) এক পদাধিকারী এই দুর্ঘটনাকে ছোটখাটো ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং দাবি করেছেন যে কেউ আহত হয়নি। শান্তি নগরের বিধায়ক কেন্দ্রের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ম্যাচ শেষ হয়। পুরস্কার বিতরণকারী প্রধান অতিথিদের মধ্যে ছিলেন কেএসএফএ সভাপতি এবং এআইএফএফ সহ-সভাপতি এন এ হারিস।

সোমবার কেএসএফএ কর্ণাটক মহিলা লিগের সূচনার সাক্ষী থাকল বিএফএস। প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিএফএস দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেঙ্গালুরু এফসি (বিএফসি) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে যাওয়ার আগে বিএফএসে তার উদ্বোধনী মরসুম খেলেছিল।

Manolo Marquez: ফার্গুসন-গাস হিডিঙ্কদের সঙ্গে একাসনে চলে এলেন ভারতের কোচ

বিএফএস শীর্ষস্থানীয় রাজ্য পুরুষ ও মহিলা লিগ, আই লিগ ২ এবং ভারতীয় মহিলা লিগের ম্যাচ আয়োজন করে চলেছে।