লিস্টন প্রসঙ্গে কী বললেন সৃঞ্জয় বসু? জানুন

Srinjoy Bose Praises Liston Colaco’s Stellar Performance in Mohun Bagan’s Durand Cup 2025 Derby Win
Srinjoy Bose Praises Liston Colaco’s Stellar Performance in Mohun Bagan’s Durand Cup 2025 Derby Win

জয়ের মধ্য দিয়েই নতুন মরসুম শুরু করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। বৃহস্পতিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল প্রতিবেশী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ময়দানের এই প্রধান। এদিন দলের হয়ে জোড়া গোল করে যান ভারতীয় উইঙ্গার লিস্টন কোলাসো। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। বলাবাহুল্য, গতবারের মতো এবারও সিজনের প্রথম থেকেই দারুন ছন্দে ধরা দিলেন লিস্টন।

এক কথায় যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে দলের ভারতীয় ফুটবলারদের। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবুজ-মেরুনের বর্তমান সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) বলেন, ” লিস্টন আমাদের দলের প্রধান স্তম্ভ। সেখান থেকে যদি ও প্রথয় থেকেই ভালো ফর্মে থাকে সেটা দলের জন্য ভালো। মাঝখানে ওর খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল তবে কথায় আছে ক্লাস ইস পার্মানেন্ট ফর্ম ইস টেম্পোরারি। তবে ও যে ক্লাসের ফুটবলার আমরা ওর থেকে আরও ভালো খেলা আশা করছি।” পাশাপাশি জয় দিয়ে সিজন শুরুর প্রসঙ্গে তিনি বলেন, ” জয় দিয়ে শুরু হয়েছে। তবে দলকে পুরনো ছন্দে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।”

   

আগামী ৪ঠা আগস্ট সন্ধ্যায় ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হবে বিএসএফ ফুটবল দলের সঙ্গে। মহামেডান ম্যাচের মত এই ম্যাচে ও জয় ছিনিয়ে নিতে চাইবেন বাগান ফুটবলাররা। তার আগে হাতে বেশ কিছুদিন সময় রয়েছে বাগান কোচের। এক্ষেত্রে শহরে আসার পর ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের ও অনুশীলনের মধ্য দিয়ে দেখে নিতে পারবেন জোসে মোলিনা‌। পরবর্তীতে ডায়মন্ড হারবার ম্যাচে প্রয়োজনে বিদেশি ফুটবলারদের খেলানোর সিদ্ধান্ত নিতে পারে তিনি।

কিন্তু ডার্বি জয়ের মধ্য দিয়ে সিজনের শুরু করা নিঃসন্দেহে অনেকটাই মনোবল বাড়াবে গোটা দলের। গত বছর অল্পের জন্য এই টুর্নামেন্ট হাতছাড়া হলেও সেই অতীত ভুলে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর মোহনবাগান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন