পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের (Asia Cup) সুপার-৪ ম্যাচে ২০ বছর বয়সী শ্রীলঙ্কান বোলার ডুনিথ ভেল্লালেজ (Sri Lankan Bowler Dunith Wellalage) ক্রিকেট প্রেমীদের বিস্মিত করেছেন। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজমের উইকেট নিয়ে আরও একবার প্রচারের আলোকে শ্রীলঙ্কার উঠতি স্পিনার। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের ১৬তম ম্যাচে বাবরের উইকেট নেন ডুনিথ ভেল্লালেজ।
আবদুল্লাহ শফিক ও বাবর আজমকে ভেল্লালেজের বলে একাধিকবার বেকায়দায় পড়তে দেখা গিয়েছিল ম্যাচে। দুই ব্যাটসম্যানই ওভারের পাঁচ বলে মাত্র ১ রান তুলতে পেরেছিলেন। রান তোলার তাগিদে ওভারের শেষ বলে কিছুটা এগিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন বাবর। তার পরিকল্পনা আঁচ করতে পেরে অফ স্টম্পের বাইরে বল রাখেন ডুনিথ ভেল্লালেজ।
বল মাটিতে পড়ে বাবরের থেকে দূরে চলে যায় এবং তৎপর উইকেটরক্ষক মেন্ডিসের হাতে আসার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তিনি ছিটকে দেন উইকেটের বেলস। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট দেওয়া হয় বাবরকে। ভিডিও দেখে মনে হয়েছে, স্ট্যাম্প হওয়া সময় বাবরের পেছনের পা মাটি থেকে ওপরের দিকে ছিল।
— Nihari Korma (@NihariVsKorma) September 14, 2023
তবে পাকিস্তানি সমর্থকরা মনে করছেন যে বাবর আজমের পা মাটিতেই ছিল । তাই এটাকে নট আউট বলা উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। এভাবে ভেল্লাজ তার বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং মেন্ডিস দুর্দান্ত ফিল্ডিং দেখিয়ে বাবর আজমকে মাত্র ২৯ রানে প্যাভিলিয়নে পাঠান। বাবর ৩৫ বলে ৩ টি চার মেরে এই রানগুলি করেছিলেন।
I thought it was not out; Babar Azam gone for 29. Well played Babar💯👏.#BabarAzam #PAKvsSL #PAKvSL #AsiaCup2023 pic.twitter.com/ofnUcHx6nV
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) September 14, 2023
এ প্রসঙ্গে মনে রাখতে হবে, শ্রীলঙ্কার কুড়ি বছর বয়সী এই বোলারই ভারতের বিরুদ্ধে নিয়েছিলেন পাঁচ উইকেট।
