HomeSports Newsআইজলের এই মিডফিল্ডারকে দলে টেনে নিল শ্রীনিধি ডেকান

আইজলের এই মিডফিল্ডারকে দলে টেনে নিল শ্রীনিধি ডেকান

- Advertisement -

গত মরসুমটা খুব একটা ভালো যায়নি শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan) ফুটবল ক্লাবের। আইলিগের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল শক্তিশালী গোকুলাম কেরালা এফসির কাছে। তাঁদের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। সেইমতো অনায়াসেই দ্বিতীয় ম্যাচে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চার্চিল ব্রাদার্স দলকে। দল জয়ের সরণিতে ফিরতেই আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছিল ফুটবলারদের মধ্যে। যারফলে তৃতীয় ম্যাচেও বজায় ছিল সেই ধারাবাহিকতা। সেখানে তাঁরা পরাজিত করেছিল টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল রাজস্থান ইউনাইটেডকে। কিন্তু দিল্লী ম্যাচ থেকে ফের পুরনো পারফরম্যান্সে ফিরে আসে শ্রীনিধি ডেকান।

সেই ম্যাচে একটি গোলে পরাজিত হওয়ার পর গোয়ার আরেক শক্তিশালী দল তথা ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে শুরু করে বারাণসীর শক্তিশালী দল তথা ইন্টার কাশীর কাছে পরাজিত হতে হয়েছিল এই ফুটবল দলকে‌। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপরেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে হায়দরাবাদের এই ক্লাব। যারফলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনায়াসেই ছিটকে গিয়েছিল শ্রীনিধি দল। তবে ভালো পারফরম্যান্স করে আইলিগ অভিযান শেষ করতে বদ্ধপরিকর ছিল দল। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। টুর্নামেন্টের শেষ ম্যাচে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুর কাছে আটকে যেতে হয়েছিল এই দলকে।

   

তাই শেষ পর্যন্ত ২২ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলে। তাই অনেক আগে থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছিল হায়দরাবাদের এই ক্লাব। এক্ষেত্রে গত জুলাইয়ের মাঝামাঝি সময় দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার কথা জানিয়ে দিয়েছিল আইলিগের এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই নতুন কাদের যুক্ত করা হবে সেই নিয়ে আগ্ৰহ বাড়তে শুরু করেছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। অবশেষে আইজল এফসির এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে টানল শ্রীনিধি ডেকান।

তিনি লালথানখুমা সি দুহভেলা। গত সিজনে পাহাড়ের সেই ফুটবল ক্লাবের হয়ে একাধিক ম্যাচ খেলেছিলেন এই মিজো ফুটবলার। সব দিক মাথায় রেখেই এবার বছর চব্বিশের এই ফুটবলারকে দলে সই করিয়ে নিল আইলিগের এই ফুটবল দল। নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular