ওরেলিয়ানকে বিদায় জানিয়ে দিল শ্রীনিধি ডেকান

গতবার নবম স্থানে থেকেই গত আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান এফসি। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার…

sreenidi-deccan-part-ways-with-angel-orellan-midfielder

গতবার নবম স্থানে থেকেই গত আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান এফসি। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেইসব এখন অতীত। আগত টুর্নামেন্ট সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর দেশের অন্যতম শক্তিশালী এই দল। সেজন্য গতবছর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আইলিগ এই ফুটবল ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করে ম্যানেজমেন্ট।

Advertisements

এক্ষেত্রে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগের একাধিক প্রতিপক্ষ দলের ঘরের ভেঙে ফুটবলারদের চূড়ান্ত করতে থাকে শ্রীনিধি। যাদের মধ্যে ছিলেন লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎ কে এর মতো ফুটবলাররা। বলতে গেলে তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। সেইসাথে দলের একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ও জানানো হয়েছিল তাঁদের তরফে। শেষ কয়েক মাসে সেইমতো একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানিয়েছে শ্রীনিধি। যেটা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। পাশাপাশি কলকাতা ময়দানের প্রধানদের দিকে ও নজর ছিল হায়দরাবাদের এই দলের।

   

এসবের মাঝেই এবার নিজেদের দলের এক বিদেশি মিডফিল্ডারকে বিদায় জানায় ম্যানেজমেন্ট। তিনি অ্যাঞ্জেল ওরেলিয়ান। গত ২০২৪-২০২৫ সিজনে ইউএসএল ডানকারকুইরি থেকে ভারতের এই দ্বিতীয় ডিভিশনের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। দলের হয়ে খেলেছিলেন বেশকিছু ফুটবল ম্যাচ। তবে এবার এই নতুন বছরের তৃতীয় সপ্তাহেই তাঁকে বিদায় জানাল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। বৃহস্পতিবার তাঁর ছবি আপলোড করে লেখা হয় ‘ শ্রীনিধি ডেকান এফসি নিশ্চিত করছে যে পারস্পরিক সম্মতিতে অ্যাঞ্জেল ওরেলিয়েনের সাথে ক্লাবের পথচলা শেষ হয়েছে। পরিবার তাঁকে ধন্যবাদ জানায় এবং তাঁর জন্য শুভকামনা।’

এবার নিজের দেশের ক্লাবেই যোগদান করেছেন এই তারকা। পানামার প্রথম টায়ারের ফুটবল দল স্পোর্টিং সান মিগুয়েলিটোর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই নতুন বছরের শেষ পর্যন্ত সেই ক্লাবের সঙ্গেই চুক্তি রয়েছে এই ফুটবলারের।

Advertisements