Transfer Market: ঝড়ের গতিতে একের পর এক ফুটবলারকে দলে নিচ্ছে আই লীগের ক্লাব

Durand Cup-এর হাত ধরে ভারতে শুরু হয়ে গিয়েছে নতুন ফুটবল মরসুম। একদিকে ম্যাচ, অন্য দিকে দল বদল (Transfer Market)। আগস্ট মাস শেষ হওয়ার আগে দলগুলোকে গুছিয়ে নিতে হবে স্কোয়াড। দ

sreenidi deccan football club

Durand Cup-এর হাত ধরে ভারতে শুরু হয়ে গিয়েছে নতুন ফুটবল মরসুম। একদিকে ম্যাচ, অন্য দিকে দল বদল (Transfer Market)। আগস্ট মাস শেষ হওয়ার আগে দলগুলোকে গুছিয়ে নিতে হবে স্কোয়াড। দল বদলের বাজারে জোর কদমে কাজ চালাচ্ছে Sreenidi Decan ফুটবল ক্লাব।

নতুন মরসুমের আই লীগে অন্যতম ফেভারিট দল হিসেবে শুরু করবে Sreenidi Decan ফুটবল ক্লাব। গতবার আই লীগ জিতে ইন্ডিয়ান সুপার লীগ খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাব এফসি। আগে যাদের নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। সেই সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগ আয়োজকদের তারা অতিরিক্ত ফি দিয়েছে বলেও জানা গিয়েছে। এর ফলে ইন্ডিয়ান সুপার লীগের রিভেন্যু থেকে কিছুটা লাভ পেতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

   

পারফরম্যান্সের বিচারে ক্রমে নিজেদের অন্য উচ্চতায় তুলে ধরেছে Sreenidi Decan ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের আশা, পাঞ্জাব এফসির মতো আই লীগের এই দলটিও আগামী দিনে খেলবে ইন্ডিয়ান সুপার লীগ। তার আগে অবশ্য জিততে হবে আই লীগ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগে কম্পিটিশন যথেষ্ট বেশি। তাই মজবুত স্কোয়াড গঠন করা জরুরি। সেই কাজটা করে চলেছে Sreenidi Decan ফুটবল ক্লাব।

সম্প্রতি তারা দলে নিয়েছে দেশের অন্যতম তরুণ প্রতিভাধর ফরোয়ার্ড Lalbiakliana-কে। ছেলেটির পায়ে রয়েছে জোরালো শট। তার আগে চলতি সপ্তাহে ডিফেন্ডার পবন কুমার, অ্যাকাডেমির চার ফুটবলার – তিকম রেড্ডি, আদিত্য তমর, খামচিন খুপ, Emboklang Nongkhlaw-দের মূল দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল ক্লাব।