দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে গত আই লিগ শুরু করতে চেয়েছিল শ্রীনিধি ডেকান ফুটবল (Sreenidi Deccan FC) দল। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেখানেও ধাক্কা খেতে হয়েছিল হায়দরাবাদের দলকে। তবে সেই হতাশা কাটিয়ে নিজেদের সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ সকলের। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল শ্রীনিধি। তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল আইলিগের এই দল। সেটা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই।
Also Read | অবনমন রাউন্ডে মাঠে মহামেডান অনুপস্থিত সাদার্ন, প্রশ্নের মুখে IFA?
বিশেষ করে নতুন সিজনের জন্য প্রতিপক্ষ দলগুলির ঘর ভেঙে একের পর এক খেলোয়াড়দের ছিনিয়ে নিতে শুরু করেছিল শ্রীনিধি। যার মধ্যে কিছু সপ্তাহ আগে পাহাড়ের আইলিগ জয়ী দল তথা আইজল এফসির থেকে একাধিক ফুটবলারদের ছিনিয়ে নেয় এই ক্লাব। সেটাও বিরাট বড় চমক ছিল দল বদলের বাজারে। কিন্তু সেখানে শেষ হয়নি সমস্ত কিছু। এবার গত আইলিগের তৃতীয় স্থান অধিকারী দল তথা রিয়াল কাশ্মীর থেকে রক্ষণভাগের এক ফুটবলারকে ছিনিয়ে নিল শ্রীনিধি দল। তিনি মুহাম্মদ হাম্মাদ। বুধবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করেছে ম্যানেজমেন্ট।
Also Read | নর্থইস্টের এই তরুণ ফুটবলারকে দলে টেনে নিল ইস্টবেঙ্গল
সেখানে এই ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয় ” প্রতিটি দুর্গের রক্ষাকবচ প্রয়োজন।” গতবার কাশ্মীরের ক্লাবে ফুটবল খেলার পর এবার এই নতুন সিজনে হায়দরাবাদে নিজেকে আদৌও কতটা মানিয়ে নিতে পারেন এখন সেটাই দেখার। একটা সময় লোনস্টার এফসি থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটেছিল এই ডিফেন্ডারের। পরবর্তীতে রিয়াল কাশ্মীরের পাশাপাশি জয়পুর এলিটস এবং এফসি ওয়ানের মতো ক্লাবে খেলেছিলেন তিনি।
𝐄𝐯𝐞𝐫𝐲 𝐟𝐨𝐫𝐭𝐫𝐞𝐬𝐬 𝐧𝐞𝐞𝐝𝐬 𝐢𝐭𝐬 𝐬𝐡𝐢𝐞𝐥𝐝 🏰
Welcome Muhammad Hammad to the #DeccanWarriors⚔️ Family 🟠🟢#WeAreSDFC pic.twitter.com/sfA15rMJQ8
— Sreenidi Deccan FC (@sreenidideccan) September 10, 2025
এমনকি একটা সময় আইএসএলের ফুটবল ক্লাব এফসি গোয়ার সঙ্গে ও যুক্ত ছিলেন আঠাশ বছর বয়সী এই ডিফেন্ডার। এবার সেখান থেকেই যুক্ত হয়েছেন এই নয়া দলে। আসন্ন আইলিগে তাঁর উপর বিশেষ নজর থাকবে সকলের।