গত আইলিগ মরসুমটা একেবারেই ভালো যায়নি শ্রীনিধি ডেকানের (Sreenidi Deccan FC)। পরাজয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। পরবর্তী ম্যাচে চার্চিল ব্রাদার্স দলকে পরাজিত করে ছন্দে ফিরেছিল দল। তৃতীয় ম্যাচে রাজস্থান ইউনাইটেডকে টেক্কা দেওয়া সম্ভব হলেও বজায় ছিল না সেই ধারাবাহিকতা। যারফলে পরবর্তী ম্যাচে ও বজায় ছিল সেই ধারাবাহিকতা। সেখানে তাঁরা পরাজিত করেছিল টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল রাজস্থান ইউনাইটেডকে। কিন্তু দিল্লী থেকে শুরু করে তারপর একের পর এক ম্যাচে ধাক্কা খেতে শুরু করেছিল এই ফুটবল দল। যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে।
তারপরেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে হায়দরাবাদের এই ক্লাব। তাই অনেক আগেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল শ্রীনিধি দল। তবে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে নিয়মরক্ষার ম্যাচ শেষ করতে চেয়েছিল এই দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। যারফলে লিগ টেবিলের নবম স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলে। পুরনো সব ভুলে এবারের এই নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে একাধিক ফুটবলারদের।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলাকে দলে টেনেছিল আইলিগের এই ক্লাব। কিন্তু সেখানেই শেষ নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেরালার এক সেন্ট্রাল মিডফিল্ডার। তিনি অভিজিৎ কে। শেষ মরসুমে আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির সঙ্গে যুক্ত ছিলেন বছর আঠাশের এই ফুটবলার। সেবার আইলিগ ও কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে দলের হয়ে মোট ১৭টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। যার মধ্যে দুইটি গোল ও ছিল এই ভারতীয় তারকার।
তবে গত জুন মাসেই দক্ষিণের সেই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল এই মিডফিল্ডারের। এরপর থেকেই তাঁকে দলে নিতে আগ্ৰহ প্রকাশ করেছিল শ্রীনিধি। অবশেষে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল আইলিগের এই দল।