বেঙ্গালুরুর রিজার্ভ দলের এই গোলরক্ষককে দলে টানার পথে শ্রীনিধি

গতবার ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আইলিগ জয়ের দৌড়ে থাকতে চেয়েছিল শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan FC)। কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই ব্যর্থতা ভুলে নিজেদের সেরাটা উজাড়…

Sreenidi Deccan FC Eyes Bengaluru FC's Reserve Goalkeeper Syed Suhail

গতবার ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আইলিগ জয়ের দৌড়ে থাকতে চেয়েছিল শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan FC)। কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই ব্যর্থতা ভুলে নিজেদের সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ সকলের। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল শ্রীনিধি। তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল আইলিগের এই দল। যেখানে দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগের পাশাপাশি আইএসএলের একাধিক দলের ফুটবলারদের নথিভুক্ত করা হয়েছে। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে হায়দরাবাদের এই দল।

এছাড়াও নিজেদের পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির (Sreenidi Deccan FC)। সেইমতো দলের গোলরক্ষকের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ম্যানেজমেন্ট। তবে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর মেয়াদ। ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গুছিয়ে নিয়েছে দেশের অধিকাংশ ফুটবল দল। তবে নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে এখন ও বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে নজর ছিল আইলিগের এই ক্লাবের।

   
Advertisements

যার মধ্যে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে রশিদ সিকের নাম। ইতিমধ্যেই তাঁকে প্রায় চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। এছাড়াও এবার উঠে‌ আসতে শুরু করেছে সৈয়দ শুহাইদের নাম। গত সিজন পর্যন্ত আইএসএল জয়ী ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ গোলরক্ষক। তবে মনে করা হচ্ছে আগামী দুইটি সিজনের জন্য তাঁকে দলে সই করাতে চলেছে আইলিগের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আগের থেকে অনেকটাই সক্রিয় হয়ে উঠবে দলের রিজার্ভ বেঞ্চ।