আগের মরসুমটা একেবারেই ভালো যায়নি শ্রীনিধি ডেকানের (Sreenidi Deccan FC)। লিগ টেবিলের নবম স্থানে থেকেই শেষ হয়েছিল গত আইলিগ। যা ব্যাপকভাবে নিরাশ করেছিল সকল সমর্থকদের। দুরন্ত ফুটবল খেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। সেইসব দূরে ঠেলে আগত টুর্নামেন্ট সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর দেশের অন্যতম শক্তিশালী এই দল। সেজন্য গতবছর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আইলিগ এই ফুটবল ক্লাব।
যেখানে প্রতিপক্ষ দলগুলিকে টেক্কা দিয়ে একের পর এক ফুটবলারদের দলে টানতে থাকে হায়দরাবাদের এই ক্লাব।
লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎকের মতো ফুটবলাররা। বলতে গেলে তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। সেইসাথে দলের একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ও জানানো হয়েছিল তাঁদের তরফে। শেষ কয়েক মাসে সেইমতো একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানিয়েছে শ্রীনিধি। পাশাপাশি ম্যানেজমেন্টের অন্দরে ও যে বদলে আসবে মিলেছিল সেই আভাস।
অবশেষে এবার কোচ কার্লোস ভাজ পিন্টোর দলে সহকারী হিসেবে যোগ দিলেন জোয়াও পিকা এবং রিকার্ডো দুয়ার্তে। আজ বেশকিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁদের যোগদানের কথা জানিয়ে দেয় শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। এই দুই কোচ সহ হেড কোচের ছবি আপলোড করে লেখা হয়, ‘ ডাগআউটে নতুন সংযোজন। সহকারী কোচ হিসেবে হেড কোচ কার্লোস ভাজ পিন্টোর দলে জোয়াও পিকা এবং রিকার্ডো দুয়ার্তেকে স্বাগত জানানো হচ্ছে।’
তাঁদের যোগদান নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলকে। পুরনো হতাশা কাটিয়ে দল আদৌও কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন সেদিকেই তাকিয়ে সকলে।
