শিখর ধাওয়ানের বাহুবন্ধনে শ্রীলেখা? কী বললেন অভিনেত্রী

টলিউড মানেই এন্টারটেইনমেন্ট। আর টলিউডের গসিপ জানতে কার না ভালো লাগে বলুন তো? এমনিও গসিপ পেলে বাঙালির আর কিছু চাই না। সে পাশের বাড়ির ছেলেটির…

Sreelekha-Mitra

short-samachar

টলিউড মানেই এন্টারটেইনমেন্ট। আর টলিউডের গসিপ জানতে কার না ভালো লাগে বলুন তো? এমনিও গসিপ পেলে বাঙালির আর কিছু চাই না। সে পাশের বাড়ির ছেলেটির পার্সোনাল লাইফ নিয়েই হোক আর সেলিব্রেটিদের অন্দর মহলের গল্প সবকিছুই দারুণ উত্তেজনা জাগায় গসিপ প্রিয় বাঙালিদের।

   

সম্প্রতি টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) ঘিরে নানান মুখরোচক খবর উঠে আসছে। যদিও বরাবরই অভিনেত্রীর বিভিন্ন কার্যকলাপ বা মন্তব্যের জন্য তিনি শিরোনাম দখল করেন। তবে এবার ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। নিজের সোস্যাল মিডিয়ায় শ্রীলেখা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘একটু স্বাস্থ্যবতী মহিলা মানেই কি শ্রীলেখা! ‘ কিন্তু হঠাৎ কেন এমন বললেন তিনি? আসুন পুরো ঘটনাটা এবার জেনে নেওয়া যাক।

বরাবরই সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। মাঝেমধ্যেই তার পোস্টকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। আর এবার শ্রীলেখা পোস্ট করলেন একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে যে, বলিউডের অভিনেত্রী হুমা কুরেশীর সাথে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান নাচের ভঙ্গিমায় রয়েছেন আর সেটা এক নেটিজেন পোস্ট করে লিখেছেন যে, এই ছবিটি প্রথম দেখায় তিনি শ্রীলেখা ভেবেছিলেন।

Sreelekha-Mitra

আর সেটাই অভিনেত্রী নিজের সোস্যাল ওয়ালে পোস্ট করে লিখেছেন “একটু স্বাস্থ্যবতী মহিলা দেখলেই সবাই কেন শ্রীলেখা দেখে বুঝিনা”। যদিও নেহাতই মজার ছলেই পোস্টটি করেছেন তিনি। অভিনেত্রী আরও জানিয়েছেন যে, এই ধরনের জিনিস তাকে নেটিজেনরা বা তার পরিচিতরাই পাঠান আর তাই তিনি জানতে পারেন।

শ্রীলেখার এই পোস্টের কমেন্ট সেকশনে ভরে গেছে রসিকতায় আবার কেউ কেউ বলেছেন বডি শেমিং ঠিক নয়, স্বাস্থ্যবতী মানেই শ্রীলেখা সেটা কেন হবে? এককথায় বর্তমানে দারুণ চর্চার শিখরে রয়েছে অভিনেত্রী।