আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এই দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। একই সঙ্গে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিতে দেখা যাবে রোহিত শর্মাকে। এই সফরে ওয়ানডে সিরিজে অংশ নেবেন বিরাট কোহলিও।
CFL 2024: হ্যাটট্রিক করলেন বাংলার ফরোয়ার্ড
এই সফরে দু’টি সিরিজেই সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের তিন খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন। এছাড়া এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকেও। একই সঙ্গে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালও জায়গা পাননি টি-টোয়েন্টি দলে। একদিনের দলেও জায়গা পাননি চাহাল। একই সঙ্গে ওয়ানডে দলে থাকবেন কুলদীপ যাদব।
শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারানো দলের ৯ জন খেলোয়াড় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি দলের অংশ হবেন। তবে এই সফরে সেঞ্চুরি করা অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড় দলে জায়গা করে নিতে পারেননি। অভিষেক ও ঋতুরাজ ছাড়াও মুকেশ কুমার, আবেশ খান, ধ্রুব জুরেল, তুষার দেশপাণ্ডে, হর্ষিত রানা, জিতেশ শর্মা এবং সাই সুদর্শনও শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পাননি।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ তারিখের পর এই সফরে রওনা দিতে পারে ভারতীয় দল। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ২৮ তারিখ দ্বিতীয় ও ৩০ জুলাই তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
Mohun Bagan: ডাফি পারেননি, সবুজ-মেরুনে ট্রফি আনতে পারবেন গ্রেগ?
🆙 Next 👉 Sri Lanka 🇱🇰#TeamIndia are back in action with 3 ODIs and 3 T20Is#INDvSL pic.twitter.com/aRqQqxjjV0
— BCCI (@BCCI) July 18, 2024
টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ।