Sports News : মায়ের কথা শুনে ফুটবল খেলা শুরু করা বাঙালি এখন ময়দানের রত্ন

Abhishek Das

Sports News: ময়দানে গল্পের অভাব নেই। আজ যে পড়ার সাধারণ ছেলে, কাল সে-ই হতে পারে মাঠের কোনো নামজাদা। কলকাতা ফুটবল মানেই রোমাঞ্চকর গল্পের প্যান্ডোরার বক্স।

Advertisements

কলকাতা ফুটবল মাঠে অভিষেক দাস (Abhishek Das) পরিচিত নাম। জাতীয় দলে খেলার মতো সম্ভাবনা নিয়ে উঠে এসেছিলেন এক সময়। খেলেছেন শহরের বড় বড় ক্লাবে। অভিষেক এক সময় ফুটবল খেলাটাকে খুব একটা পছন্দই করতেন না।

অভিষেকের মা চাইতেন তাঁর ছেলে ফুটবলার হোক। মায়ের কথা শুনে মাঠে যেতে শুরু করেছিলেন তিনি। নিয়মিত অনুশীলন করতে শুরু করেছিলেন। ক্রমে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর। ডাক পান জাতীয় দলে।

Abhishek Das

Advertisements

ইস্টবেঙ্গলের হাত ধরে সিনিয়র কেরিয়ার শুরু হয়েছিল অভিষেক দাসের। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছিলেন লাল হলুদ জার্সিতে। বেশ কিছু ম্যাচে খেলেছিলেন বেহালার এই ছেলেটি। পরে মোহনবাগান, চেন্নাই, সর্দান সমিতিতে খেলেছেন। এখন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাবে।

ভারতের হয়ে খেলার জন্য বয়স ভিত্তিক বিভিন্ন দলে তিনি ডাক পেয়েছেন। কলকাতার দুই প্রধানের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু সেই অর্থে নিজের নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি। মাঝে মধ্যে জ্বলে উঠলেও ধারাবাহিক ছিলেন না। নতুন ক্লাবের হয়ে এখন তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া।