Sports News : বাংলা (Bengal) থেকে আরও একজন ফুটবলার চলে গিয়েছেন দক্ষিণ ভারতে। পলি কোলেকে (Poly Koley) দলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সম্প্রতি পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে ক্লাব। সেখানে পলির নাম রয়েছে।
পলি কোলে একেবারেই গ্রাম বাংলার মেয়ে। আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন। এক মুঠো ভাতের জন্য তাকিয়ে থাকতেন মায়ের দিকে। কোনো দিন জুটতো ফ্যান ভাত। তাই খেয়েই কাটিয়েছেন বেশ কয়েক দিন। এরই মধ্যে আঁকড়ে ধরেছিলেন নিজের ভালোবাসাকে।
পরিবারে অর্থের অভাব হোক কিংবা লকডাউন। ফুটবলকে কখনও আলাদা করেননি পলি কোলে। ফুটবল মাঠের প্রতি তাঁর ভালোবাসা চিরকালীন। দীর্ঘ অধ্যবসায়ের ফলে আজ তিনি ভারতের অন্যতম উদীয়মান মহিলা ফুটবলার। খেলেন রক্ষণভাগে। প্রতিভা চিনে নিয়ে তাঁকে দলে নিতে দেরি করেনি কেরালা।
কলকাতার একাধিক ক্লাবে ইতিমধ্যে খেলেছেন পলি। সিঙ্গুরের বুড়োশান্তি গ্রামের মেয়েটি খেলেছেন কালীঘাট স্পোর্টস লভার্স, শ্রীভূমি ফুটবল ক্লাব, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট টিমে। এছাড়াও নিজ রাজ্যের বাইরে খেলেছিলেন পুনে সিটি, মাদুরাই, গোকুলাম কেরালার মতো ক্লাবে। ডাক পেয়েছিলেন ভারতের জাতীয় দলেও।