Sports News : ইস্টবেঙ্গলের পর নবান্নের দরজায় কড়া নাড়তে পারে আরও একটি দল

Mamata Banerjee

Sports News : কলকাতার (Kolkata) আরও একটা ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহায্য চাইতে পারে। ইস্টবেঙ্গলের (East Bengal) মতো মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)-ও ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলার জন্য কড়া নাড়তে পারে নবান্নে দরজায়। যত শীঘ্র সম্ভব আইএসএল খেলার ইচ্ছা রয়েছে তাদের।

মহামেডান ক্লাব কর্তাদের সাক্ষাৎকার নিয়েছিল নিউজ নাইন। সেখানে ক্লাবের আগামী দিনের পরিকল্পনার কথা, বর্তমান পরিস্থিতির কথা উঠে এসেছে। কথার পৃষ্ঠে ক্লাব আধিকারিক জানিয়েছেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইবেন তাঁরা।

   

বাংকারহিল স্পোর্টসের কর্ণধার দীপক কুমার সিং বলেছেন, ‘পুরোটাই এফএসডিএল (FSDL)-এর ওপর নির্ভর করছে। তারা দরপত্র আহ্বান করলেই আমরা সাড়া দেবো। ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য যা যা করণীয় আমরা সেই সব করতে চাই। পরিস্থিতি অনুকূল হলে আমরা এবারেই লিগে অংশ নিতে চাই।’

ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত অবনমন প্রক্রিয়া শুরু হয়নি। ১৫ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি’র বিনিময়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। যদিও ২০২২-২৩ মরশুমের আই লিগ বিজেতারা টুর্নামেন্টে প্রবেশ করতে পারবে বলে মনে করা হচ্ছে। 

মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলার স্বপ্নের কথা কারও অজানা নয়। ইতিমধ্যে ইংল্যান্ডের ফুলহ্যাম ফুটবল ক্লাবের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে বলে সাক্ষাৎকারে জানানো হয়েছে। দুই পক্ষের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে উঠতে পারে। ফুলহ্যামের কোচ মহামেডানকে পরামর্শ দিতে পারেন। সেই সঙ্গে অনুশীলনের জন্য ফুটবলাররা ইংল্যান্ডে যাওয়ার সুযোগ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। 

একই সঙ্গে টোয়াম ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলোচনা চলছে। ক্লাবের ৫১ শতাংশ শেয়ার চেয়েছে তারা। এ ব্যাপারেও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশা করছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। 

টোয়ামের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে ক্লাবের আর্থিক দিক আরও মজবুত হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য প্রয়োজনীয় অর্থ দিতেও হয়তো অসুবিধা হবে না। তবে দরপত্র আহ্বান না করা পর্যন্ত মহামেডানকে আই লিগেই দল নামাতে হবে।

‘আমরা এফএসডিএল-এর সঙ্গে কথা বলেছি। তবে আমাদের হয়তো দিদি’র (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সাহায্য লাগতে পারে’, বলেছেন ক্লাবের সেক্রেটারি দানিশ ইকবাল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন