Sports News : চলে গেলেন চিমার বন্ধু চিবুজোর, শোকের ছায়া ময়দানে

Sports News : বহু বিদেশী ফুটবলারের উত্থান-পতনের সাক্ষী থেকেছে কলকাতা ময়দান। তাদের মধ্যে মনে রাখার মতো নামও নেহাত কম নেই। আশির দশকে মজিদ বাসকার, জামশেদ…

chibuzor nwakanma

Sports News : বহু বিদেশী ফুটবলারের উত্থান-পতনের সাক্ষী থেকেছে কলকাতা ময়দান। তাদের মধ্যে মনে রাখার মতো নামও নেহাত কম নেই। আশির দশকে মজিদ বাসকার, জামশেদ নাসিরির খেলা আজকের প্রজন্ম না দেখলেও, নাম দুটি ঘুরে বেড়ায় ফুটবলপ্রেমীদের মুখে।

আশির দশকের শেষে চিমা ওকেরি হোক বা পরবর্তীতে ব্যারেটো, ওডাফা, রন্টি- কলকাতা ময়দানে এরা আজও স্বপ্নের নায়ক। ঠিক সেরকমই একটা নাম ছিল চিবুজোর। চিমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে খ্যাত এই নাইজেরিয়ান মোহনবাগানে না খেললেও, ময়দানের বাকি দুই প্রধানের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। ইস্টবেঙ্গল মহামেডান ছাড়াও চিবুজোর খেলেছিলেন চার্চিল ব্রাদার্স-এ।

   

চিমার এই প্রিয় বন্ধু আজ আর নেই। শুক্রবার মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন চিবুজোর। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে।

সুদীপ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে হাওড়া ময়দানে একটি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচ শেষে চিমা, চিবুজোর, কৃষ্ণেন্দু রায়, মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষরা মাঠের মাঝে বসেই জমিয়ে আড্ডা দিয়েছিলেন। তখন কেউ ভাবতেও পারেননি যে, চিবুজোরকে শেষবারের মতো দেখছেন তারা।