HomeSports NewsSports News : সোনার পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তারকেশ্বরের কৌসভ

Sports News : সোনার পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তারকেশ্বরের কৌসভ

- Advertisement -

Sports News : সোনার পদক জিতলেন হুগলির তারকেশ্বরের এক বাঙালি। তাঁর ছাত্রীরাও পদক জিতেছেন ভারতের হয়ে। পোখারায় আয়োজিত ইন্দো-নেপাল আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বঙ্গ সন্তানদের ঝুলিতে মোট চারটি পদক- দু’টি সোনা, দু’টি রূপো।

বুধবার বাড়ি ফিরছিলেন কৌসভ সান্যাল। সকাল দশটায় রক্সৌল থেকে ধরেছিলেন মিথিলা এক্সপ্রেস। ট্রেনে বসেই কথা বললেন। নিজে পদক জিতেছেন, ছাত্রীরাও। স্বভাবতই তিনি খুশি। “খুবই ভালো লাগছে। এর আগে গ্যাংটকে জাতীয় স্তরের একটা টুর্নামেন্ট হয়েছিল। সেখানেও এরা জিতেছিল। সোনার পদক পেয়েছিল সকলে”, বললেন কৌসভ ‘স্যার’।

   

ইন্দো-নেপাল আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ রাশিয়ায় হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির জন্য সেখানে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। রাশিয়ার পরিবর্তে নেপালে হয়েছে টুর্নামেন্ট।

কৌসভ সান্যালের বাড়ি হুগলী জেলার তারকেশ্বরে। নিজে যেমন ক্যারাটে অভ্যাস করেন, তেমনই শেখান অন্যদের। ‘উৎসাহীদের অধিকাংশই ছাত্রী’, জানিয়েছেন কৌসভ। ‘আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে শেখা দরকার।’

Sports News
সোনার পদক হাতে কৌসভ সান্যাল।

শান্তিনিকেতনে সপ্তাহে দু’দিন কোচিং করান। সামনে টুর্নামেন্ট থাকলে দু’দিনের জায়গায় কখনও কখনও চারদিনও ছাত্র-ছাত্রীদের তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখন কৌসভের কোচিংয়ে রয়েছেন প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রী।

ক্রিকেট, ফুটবলের বাইরেও যে খেলাধুলার অবকাশ বা সুযোগ রয়েছে সেটা প্রমাণ করে দিয়েছেন কৌসভ সান্যাল। ভালো করে ক্যারাটে শিখতে পারলে ভালো কেরিয়ার গড়াও সম্ভব বলে তিনি জানিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular