Sports News: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের চমক বাঙালির 

Sports News: ব্যাডমিন্টনে ফের চমক বাঙালি তারকা লক্ষ্য সেনের। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় তারপর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। একের পর এক সাফল্য পেয়েই চলেছেন…

Sports News: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের চমক বাঙালির 

Sports News: ব্যাডমিন্টনে ফের চমক বাঙালি তারকা লক্ষ্য সেনের। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় তারপর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। একের পর এক সাফল্য পেয়েই চলেছেন বঙ্গ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। চলতি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রাউন্ড ২-তে চমকে দিলেন লক্ষ্য। বিশ্বের তিন নম্বর র‍্যাঙ্কড শাটলার আন্দেরস অ্যান্টনসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লক্ষ্য।

ড্যানিশ এই শাটলারকে ২১-১৬, ২১-১৮ ফলে হারালেন লক্ষ্য। কেবল দুর্দান্ত পরিকল্পনা ও অসাধারণ কিছু স্ট্রোকে হতভম্ব হয়ে পড়েছিলেন অ্যান্টনসেন। পাঁচটি জোরালো স্ম্যাশের মধ্যে চারটিতেই পয়েন্ট পেয়েছেন লক্ষ্য।

আর এই জয়ের জেরে বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিতে চলেছেন লক্ষ্য, যেখানে এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে আসার আগেই লক্ষ্যর র‍্যাঙ্কিং ছিল ১১।

Advertisements

এবং যা আরও চমকে দেওয়ার মত, এই অ্যান্টনসেন রাউন্ড ওয়ানে হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিন ইউকে। তবে লক্ষ্যর দাপট ছাড়াও ম্যাচে একাধিক বড় ভুল করেন অ্যান্টনসেন। যদিও প্রথম সেটের ভুল শুধরে দ্বিতীয় সেটে কিছুটা লড়াই চালান ড্যানিশ এই শাটলার, কিন্তু দারুণ প্রত্যয় দেখিয়ে ম্যাচ জিতে নেন লক্ষ্য।