Sports News : আসছে আরও একটা ডার্বির দিন। মুখোমুখি কলকাতার দুই প্রধান। মরসুম শুরু হতে না হতেই বেজে গিয়েছে ডার্বির দামামা। ৬ আগস্ট ” ডার্বি ডে “।
নৈহাটি গোল্ড কাপের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহন বাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। মূলত প্রদর্শনী ম্যাচ। তবুও ডার্বি বলে কথা। একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতার দুই প্রধান।
লকাডাউন পরবর্তী সময়ে খেলার মাঠে অনেক বদল এসেছে। ফুটবলের ক্ষেত্রেও তাই। আসন্ন মরসুম ভারতীয় ফুটবলের জন্য উল্লেখযোগ্য। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোকে ডুরান্ড কাপে দল নামাতে হবে। এছাড়াও থাকছে এএফসি কাপে, সঙ্গে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট। অন্যান্যবারের তুলনায় এবারের মরসুম হতে চলেছে আরও একটু দীর্ঘ।
কলকাতা ফুটবল লিগে এটিকে মোহন বাগান দল নামাবে কি না জানা নেই। তবে ডুড়ান্ড কাপের শুরুতেই এটিকে মোহন বাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা রয়েছে। বাগানের বিরুদ্ধে মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচও আগেভাগে উপভোগ করতে পারবেন ফুটবল প্রেমীরা। ৬ আগস্ট, সন্ধ্যা সাড়ে ৬ টা, নৈহাটির মাঠ।