আর্জেন্টিনার এক আক্রমণাত্মক মিডফিল্ডার যোগ দিতে পারেন কলকাতার ক্লাবে (Kolkata club)। সম্প্রতি দেখা দিয়েছে এমন সম্ভাবনা। শোনা যাচ্ছে সার্দান সমিতির নাম।
Advertisements
দলবদলের বাজারে ভার্নন মাতিসের নাম ঘোরাফেরা কলকাতার ময়দানে। আগামী মরশুমের জন্য সার্দান সমিতি তাঁকে দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। আঠাশ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত।
অতীতে আইজল এফসির হয়ে কিছু ম্যাচ খেলেছেন মাতিস। তার আগে খেলতেন আর্জেন্টিনার একটি ক্লাবে। ক্লাব কেরিয়ারের অভিজ্ঞতা তাঁর খুব বেশি নয়। তবে ফুটবলার হিসেবে তিনি অনেকের নজর কেড়েছেন।
Advertisements
মাঝমাঠে খেলা তৈরি করার পাশাপাশি আক্রমণে সাহায্য করতে পারেন আর্জেন্টাইন এই ফুটবলার। বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে অল্প সময়ে তিনি নিজ দক্ষতাকে তুলে ধরার চেষ্টা করেছেন ফুটবল মহলে।