Sunday, December 7, 2025
HomeSports NewsSports News: কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে স্পেন অথবা ইংল্যান্ডের ক্লাব!

Sports News: কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে স্পেন অথবা ইংল্যান্ডের ক্লাব!

- Advertisement -

বড় কিছু হতে চলেছে (Sports News)। আভাস দিয়ে রাখলেন বাংকরহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীল। বাংকরহিল বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশে রয়েছে। আগামী বছরগুলোতে চমক দেওয়ার অপেক্ষায় ।

আই লিগ জয় করার ব্যাপারে বদ্ধ পরিকর মহামেডান। ইতিমধ্যে লিগের শুরুতে জয়ের স্বাদ পেয়েছে ব্ল্যাক প্যান্থার্স। ট্রফি জয়ের মাধ্যমে লক্ষ্য পূরণ করতে চাইছে ক্লাব এবং কোম্পানি। 

   

ইন্ডিয়ান সুপার লিগে খেলার ব্যাপারে আগ্রহী মহামেডান। বাংকরহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ‘২০২২-২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার চেষ্টা করবো আমরা। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে ২০২৩-২৪ মরশুমে। আমার কথা মিলিয়ে নেবেন।’

ইন্ডিয়ান সুপার লিগে ভালো দল গড়তে বিদেশি সাহায্যের কথাও ভেবে রেখেছে বাংকরহিল। কণিষ্ক বলেছেন, ‘ ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে কথা পাকা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তবে এখনই সবটা বলতে চাইছি না। এটুকু বলবো, ইউরোপে একটা ক্লাবের সঙ্গে নয়, আমরা কথা বলছি বড় দুটো ক্লাবের সঙ্গে। ইংল্যান্ড এবং স্পেনের ক্লাবের সঙ্গে কথা চলছে আমাদের ।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular