Sports: অস্ট্রেলিয়ার মাটিতে স্মৃতি মান্ধানার শতরান

Smriti Mandhana

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কারারা ওভালে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের দিন রাতের গোলাপি বলে টেস্ট ম্যাচ।আর এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা অনন্য নজির সৃষ্টি করলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে স্মৃতি মান্ধানার ব্যাট থেকে এলো শতরান।

মান্ধানা ২১৬ বল খেলে ১২৭ রান করে আউট হন। ২২ টা চার এবং ১ টি ওভার বাউন্ডারিতে স্মৃতির ইনিংস সাজানো। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। শেফালি ভর্মা ৩১,পুনম রাউত ৩৬ রান করে আউট হন। ক্রিজে আছেন মিঠালি রাজ ১৩ এবং য়াস্তিকা ভাটিয়া ২ রানে। টেস্টে ক্লিপিং গ্লাভস রিচা ঘোষের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে তানিয়া ভাটিয়াকে।অজিদের হয়ে সোফিয়া ২, অ্যাসলে গার্ডনার ১ টি উইকেট পেয়েছেন।ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ৮৩.১ ওভারে স্কোর তিন উইকেটে ২৩১ রান।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন