এই দুই ভারতীয় ফুটবলারকে দলে টানল স্পোটিং ক্লাব দিল্লি

গত কয়েক সিজন ধরে ছন্দ হারাতে শুরু করেছিল হায়দরাবাদ এফসি। অর্থনৈতিক সমস্যা ব্যাপকভাবে চাপে ফেলেছিল সকলকে। এমন পরিস্থিতিতে দল ছাড়তে শুরু করেছিলেন কোচ সহ দলের…

sporting-club-delhi-signs-indian-midfielders-Mohammed Aimen and Mohammed Azhar-isl

গত কয়েক সিজন ধরে ছন্দ হারাতে শুরু করেছিল হায়দরাবাদ এফসি। অর্থনৈতিক সমস্যা ব্যাপকভাবে চাপে ফেলেছিল সকলকে। এমন পরিস্থিতিতে দল ছাড়তে শুরু করেছিলেন কোচ সহ দলের একাধিক তারকা ফুটবলার। তখন থেকেই শোনা যাচ্ছিল যে নয়া সিজনে হয়তো নিজেদের ভৌগলিক অবস্থান বদল করবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল দিল্লির কথা। সেটাই হয় শেষ অব্দি। এই নতুন মরসুম থেকেই দেশের রাজধানীর হয়ে খেলছে দল। এক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দিল্লির জার্সিতে সুপার কাপে নেমেছিল দল।

Advertisements

আশানুরূপ ফল না হলেও আগামী টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য স্পোটিং ক্লাব দিল্লির। হাতে কিছুদিন মাত্র। তারপরেই ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেই মতো মেয়েদের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। পরিকল্পনা অনুযায়ী দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী নির্বাচনে ও চমক রাখার প্রচেষ্টা রয়েছে প্রত্যেকের। এসবের মাঝেই সকলকে চমকে দিয়ে দুই ভারতীয় ফুটবলারকে নিজেদের দলে টেনে নিল দিল্লি।

   

যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহার। পূর্বে দক্ষিণের ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই ভাতৃদ্বয়। তবে আইএসএলের আগে তাঁদের যে দল বদল হবে সেই আভাষ মিলতে শুরু করেছিল গত কয়েক সপ্তাহ থেকেই। সেটাই হল শেষ পর্যন্ত। অবশেষে রবিবার এই দুই ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে নিজেদের চুক্তি সম্পন্ন করল আইএসএলের এই নবগঠিত ফুটবল ক্লাব।

Advertisements