SC East Bengal: রফিক আদৌ কি দল ছেড়েছেন? ফুটবল মহলেই দ্বন্দ্ব

মহম্মদ রফিককে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। তিনি আদৌ এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ত্যাগ করেছেন কি না, সে ব্যাপারে রয়েছে দ্বিমত। ফুটবল মহলের একাংশের…

মহম্মদ রফিককে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। তিনি আদৌ এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ত্যাগ করেছেন কি না, সে ব্যাপারে রয়েছে দ্বিমত। ফুটবল মহলের একাংশের দাবি রফিক দল ছেড়েছেন। আবার অন্য অংশের দাবি তিনি এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। 

Advertisements

মঙ্গলবার সকালে শোনা গিয়েছিল মহম্মদ রফিক (Mohammad Rafique) এসসি ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের অন্য দল চেন্নাইয়ান এফসিতে। দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছিল।

   

বেলা গড়াতে এই খবরের মোড় নিয়েছে অন্য দিকে। ফুটবল বিশেষজ্ঞদের কেউ কেউ দাবি করছেন রফিক এখনও লাল হলুদ জার্সি তুলে রাখনেননি। তিনি দল বদলাতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত কিছু বলার সময় এখন নয়। 

দাবি, রফিককে নেওয়ার ব্যাপারে আগ্রহী চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজি দলটি। সেই সঙ্গে তাঁকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ওড়িশা এফসি।