Igor Stimac: ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন সুনীলদের হেডস্যার

Indian Football Team Coach Igor Stimac

ভাঙাচোরা দল নিয়ে এশিয়ান গেমসের প্রাথমিক পর্বের বাধা অতিক্রম করতে পেরেছিল ভারত। সৌদি আরবের বিরুদ্ধে হেরে রিয়ালিটি চেক। এরই মধ্যে জল্পনা বেড়েছে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) হেড কোচ ইগোর স্টিম্যাচকে (Igor Stimac) কেন্দ্র করে। আদৌ থাকবেন তো ভারতের জাতীয় দলের দায়িত্বে?

Advertisements

বসনিয়া হার্জগোভিনা তাদের জাতীয় দলের জন্য ইগোর স্টিম্যাচকে কোচ হিসেবে দেখতে চান। ভারত সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামার আগে এই খবর প্রকাশ্যে এসেছিল। পেশাদার ডাচ কোচ তখন এ ব্যাপারে মন্তব্য করতে চাননি। পরে অবশ্য অনেক খোলাখুলি কথা বলেছেন নিজের কোচিং ভবিষ্যত নিয়ে। খুব তাড়াতাড়ি হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন।

সংবাদ মাধ্যমে ইগোর স্টিম্যাচ বলেছেন, *আগামী ৪৮ ঘন্টার পর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো। সঠিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর কোনো সিদ্ধান্তে উপনীত হবো। টাকার ব্যাপার নয়। আসল কথা হল সময়। জাতীয় দলের জন্য কতটা সময় আমরা দিতে পারছি। যদি আরও উন্নতি করার লক্ষ্য থাকে তাহলে ফুটবলারদের সঙ্গে আমাদের আরও বেশি সময় দিতে হবে। সময় না পেলে কোনো কিছুই করা সম্ভব নয়।”

Advertisements

সময় যে যথেষ্ট পাওয়া যাচ্ছে না সেটা ফুটবল প্রেমীরাও দূর থেকে বুঝতে পারছেন। জোড়াতালি দেওয়া দলকে নিয়ে সাময়িক পরাজয় হয়তো ঠেকানো যায়, কিন্তু বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। সম্প্রতি ভারত যে কয়টি প্রতিযোগিতায় খেলেছে, তার বেশিরভাগ ক্ষেত্রে হাতে বিশেষ সময় পাননি কোচ। কার্যত কোনো অনুশীলন ছাড়া ছেলেদের মাঠে নামতে বাধ্য হয়েছেন ইগোর স্টিম্যাচ। তিনি নিজে ভারতের জাতীয় দলের দায়িত্বে থাকতে চান কি না সেটা দেখার ব্যাপার। তবে জানা গিয়েছে, AIFF তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী।