East Bengal: মশালবাহিনী ছাড়তে পারেন মন্দার!

Mandar Rao Dessai Joins Odisha FC, Rejects East Bengal FC Offer

Advertisements

মরসুম শেষ হওয়ার আগে বাকি এখনও বেশ কিছু ম্যাচ। তার আগে শুরু হয়েছে দল বদল সংক্রান্ত জল্পনার। জল্পনার জটের কেন্দ্রে আপাতত চেন্নাইন এফসি। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, সামনের মরসুমে নতুন করে দল সাজাতে পারে দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব।

কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান ক্লাবের স্কোয়াড থেকে চেন্নাইন এফসি ফুটবলার নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কিয়ান নাসিরি সম্পর্কে বড়সড় দাবি করা হয়েছে ইতিমধ্যে। কিয়ান নতুন মরসুমে দক্ষিণ ভারতীয় ক্লাবটিতে যেতে পারেন বলে দাবি করা হয়েছে।

জল্পনা শুরু হয়েছে মন্দার রাও দেশাইকে কেন্দ্র করেও। মন্দার ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিতে পারে, এমন সম্ভাবনার কথা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মন্দার রাও দেশাইকে কেন্দ্র করে শুরু হওয়া জল্পনা একেবারে অমূলক নয়। কারণ তিনি লাল হলুদ প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়েছেন।

Advertisements

ইস্টবেঙ্গল একাদশের লেফট ব্যাক পজিশনে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। বিগত বেশ কিছু ম্যাচে লেফট ব্যাক পজিশনে মন্দারের থেকে নিশু কুমারের ওপর আস্থা রেখেছেন কোচ কার্লেস কুয়াদ্রত। মন্দারকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হলেও পরিবর্ত হিসেবে নিশুকেই ফের কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গলের হেড কোচ।

চলতি মরসুমে লাল হলুদ জার্সি পরে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি মন্দার রাও দেশাই। পিছন থেকে আক্রমণ গড়ার ক্ষেত্রেও নিতে পারেননি সদর্থক ভূমিকা। ফলত মন্দারকে ইস্টবেঙ্গল বিদায় জানালেও ক্লাব সমর্থকদের অনেকেই হয়তো খুব একটা বিস্মিত হবেন না।