মোহনবাগানেই থাকবেন দীপক টাংরি? জানুন

নতুন মরসুমের জন্য দলে একাধিক পরিবর্তন এনেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত কয়েক মাসে একাধিক বিদেশি ফুটবলারদের বিদায় জানিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। পরিবর্তে একাধিক হাইপ্রোফাইল…

deepak tangri

নতুন মরসুমের জন্য দলে একাধিক পরিবর্তন এনেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত কয়েক মাসে একাধিক বিদেশি ফুটবলারদের বিদায় জানিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। পরিবর্তে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারকে যুক্ত করা হয়েছে দেশের এই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

   

তবে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়। নতুন মরসুমের জন্য দলের বেশকিছু দেশীয় ফুটবলারদের ও বদল করার কথা উঠে আসতে থাকে। যাদের মধ্যে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল দীপক টাংরির (Deepak Tangri) নাম। গতবছর সবুজ-মেরুন জার্সিতে আইএসএলের একাধিক ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় তারকা। যারমধ্যে দুইটি গোল এসেছিল তাঁর পা থেকে। কিন্তু আগত মরসুমে এই ভারতীয় মিডফিল্ডারকে দলে রাখতে নাকি খুব একটা আগ্ৰহী নয় শিল্ড জয়ী দল।

পরবর্তীতে শোনা যায়, নয়া আইএসএলের জন্য দীপক টাংরিকে দলে পেতে আগ্ৰহী পাঞ্জাব এফসি। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। কিন্তু পরবর্তীতে সেই নিয়ে কোনও কিছুই আর জানা যায়নি। শুধুমাত্র পাঞ্জাব নয়, শোনা যায়, জাতীয় দলের এই ফুটবলারকে পেতে নাকি আগ্ৰহ প্রকাশ করে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্স।

হিসেব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন দীপক। শেষ মরসুমের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স না‌ থাকলেও জাতীয় দলের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন পাঞ্জাবের এই ফুটবলার। তাই আগত মরসুমে ও হয়তো এই ফুটবলারকে দেখে নিতে চাইবে দল। পরিস্থিতি ভেদে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে রিলিজ করার কথা ভাবতে পারে আইএসএল জয়ী এই ক্লাব।