Saul Crespo: ক্রেসপোর চোট নিয়ে নতুন করে জল্পনা!

Advertisements ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) কেন্দ্র করে জল্পনা রয়েই যাচ্ছে। কারণ দলের একাধিক চোট-আঘাতজনিত সমস্যা। জল্পনা রয়েছে লাল হলুদ ব্রিগেডের মাঝমাঠের অন্যতম মূল কান্ডারী…

Saul Crespo Set to Extend Contract with East Bengal

Advertisements

ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) কেন্দ্র করে জল্পনা রয়েই যাচ্ছে। কারণ দলের একাধিক চোট-আঘাতজনিত সমস্যা। জল্পনা রয়েছে লাল হলুদ ব্রিগেডের মাঝমাঠের অন্যতম মূল কান্ডারী সল ক্রেসপোকে (Saul Crespo) নিয়ে।

   

নার্ভে সমস্যা নিয়েও প্যারিসে পদকজয় দরিদ্র কৃষক কন্যার 

সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গলের তিন বিদেশি ফুটবলারকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এই তিনজন হলেন- দিমিত্রিয়স দিয়ামান্তিকস, মাদিহ তালাল ও সল ক্রেসপো। দিমিত্রিয়স দিয়ামান্তিকস ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন। অনুশীলনে তাঁকে অনেকটাই চনমনে দেখিয়েছে। কিন্তু বাকি দুই বিদেশী ফুটবলারকে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মাদিহ তালাল এখন ভারতে নেই। দলের সঙ্গে কবে যোগ দিতে পারেন সেই প্রশ্ন রয়েছে সমর্থকদের মধ্যে। এ ব্যাপারে সম্প্রতি আপডেট পাওয়া গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ৩ অথবা ৭ সেপ্টেম্বর কলকাতায় ফিরতে পারেন তিনি। কিন্তু কলকাতায় এসেই যে পুরো দমে অনুশীলন করতে পারবেন সেই নিশ্চয়তা আপাতত নেই।

East Bengal FC: অনুশীলনে দিমিত্রি, জল্পনা অন্য এক বিদেশিকে ঘিরে

ফিটনেস সংক্রান্ত জল্পনায় থাকা তিন বিদেশির মধ্যে বাকি রইলেন সল ক্রেসপো। ক্রেসপোরও চোট। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক্রেসপোর চোট নিয়ে লাল হলুদ শিবিরে আশঙ্কা থেকেই যাচ্ছে। গত কয়েক দিনে অনুশীলন করতে পারেননি। প্র্যাকটিসের সময় মাঠে এলেও বল পায়ে অনুশীলন করেননি। বরং মাঠের ধারে রিহ্যাব করতে দেখা গিয়েছে তাঁকে। আপাতত চোট কাটিয়ে মাঠে ফেরার চেষ্টায় রয়েছেন ইস্টবেঙ্গল এফসির মিডফিল্ড জেনারেল।