Roy Krishna: ইস্টবেঙ্গলে রয় কৃষ্ণা? জানুন সম্ভাবনা কতটা

নতুন মরসুমে নতুন ক্লাবে যোগ দিতে পারেন রয় কৃষ্ণা (Roy Krishna)। কিন্তু কোন ক্লাবে? সেটাই প্রশ্ন। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ময়দানে কানাঘুষো। সম্প্রতি…

Roy Krishna: ইস্টবেঙ্গলে রয় কৃষ্ণা? জানুন সম্ভাবনা কতটা

নতুন মরসুমে নতুন ক্লাবে যোগ দিতে পারেন রয় কৃষ্ণা (Roy Krishna)। কিন্তু কোন ক্লাবে? সেটাই প্রশ্ন। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ময়দানে কানাঘুষো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে কাটানো সময় সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন রয় কৃষ্ণা। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে তাঁর নাড়ির টান ছিলই। তাই সে সময় এটিকে’র প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারেননি। রয় কৃষ্ণার পূর্ব-পুরুষরা ভারত ছেড়েছিলেন ব্রিটিশ রাজত্বের সময়।

তাহলে এবারেই কি ভারতে শেষ হচ্ছে রয় কৃষ্ণার পথ চলা? তেমনটা তিনি মনে করছেন না। বরং এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি এমন জল্পনা চলছে। কিন্তু আমি এখনও এখানে (ভারতে) খেলতে চাই। কারণ, ভারতীয় ফুটবলকে দেওয়ার মতো রসদ আমার মধ্যে রয়েছে বলে মনে করি।”

Advertisements

রয় কৃষ্ণার সঙ্গে ছিন্ন হতে পারে ওডিশা এফসির সম্পর্ক। দল বদল সংক্রান্ত জল্পনা অনুযায়ী, নতুন কোনো ভারতীয় ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না. ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব রয় কৃষ্ণাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। কৃষ্ণার আগামী দল সংক্রান্ত জল্পনা থেকে ইস্টবেঙ্গলের কথা একেবারে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তবে ফুটবল মহলের কেউ কেউ এটাও বলছেন, কৃষ্ণার ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত কম।