আসন্ন ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) বেশ কিছু সই সংবাদ পাবেন ভারতীয় ফুটবল প্রেমীরা। একাধিক বিদেশি ফুটবলার দল বদল করবেন বলে আশা করা হচ্ছে। দেখা যেতে পারে নতুন মুখ। সম্প্রতি এক ভালো বায়োডাটা সম্পন্ন ফুটবলারের নাম সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্স প্রত্যাশা মতো খেলতে পারেনি। মরসুমের শুরুর দিকে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেছিল ক্লাব। ছেড়ে দিতে হয়েছিল স্কোয়াডের একাধিক তারকা ফুটবলারকে। পরে চোট আঘাত সমস্যা। এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের অভিযান শেষ হয়েছে। কোচ ইভান ভুকামানোভিচ বলেছেন, ‘আমার কোচিং কেরিয়ারে এটাই সবথেকে কঠিন মরসুম।’
পারফরম্যান্সের উন্নতি করতে মরীয়া কেরালা ব্লাস্টার্সের কর্তারা। আগামী দিনে স্কোয়াডে যে বেশ কিছু পরিবর্তন আসবে সেটা অনুমেয়। সই করানো হতে পারে নতুন বিদেশি খেলোয়াড়। শোনা যাচ্ছে ইংল্যান্ডের টম অ্যালড্রেডকে দলে নিতে আগ্রহী ব্লাস্টার্স।
🥇💣 Kerala Blasters shown interest on Brisbane Roar Centre Back Tom Aldred. He also has interest from A-League side Western Sydney Wanderers. @newscomauHQ #KBFC pic.twitter.com/WnK7Pe3UQe
— KBFC XTRA (@kbfcxtra) April 22, 2024
কে এই টম অ্যালড্রেড?
৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন একাধিক নামী ক্লাবে। অ্যাক্রিংটন স্ট্যানলি ও ব্ল্যাকপুল ক্লাবের হয়ে মোট দু’বার মরসুমের সেরা ফুটবলারের সম্মান পেয়েছেন। ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর-এর সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী মরসুমে বদল করতে পারেন জার্সি। সুযোগের সদ্বব্যবহার করতে পারে কেরালা ব্লাস্টার্স।