ডার্বিতে গোল করা ফুটবলারকে নিয়ে বাড়ছে জল্পনা

Rahul KP

রাহুল কেপি (Rahul KP) কেন্দ্র করে বাড়ছে জল্পনা। শেষ পর্যন্ত তিনি কোন ক্লাবের জার্সি পরে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ খেলেন এখন সেটাই হবে দেখার বিষয়।

এবারের ট্রান্সফার মার্কেটে অনেক দল বদলের সাক্ষী থাকছেন ফুটবল প্রেমীরা। ইতিমধ্যে একাধিক নামী ভারতীয় ফুটবলার দল বদল করেছেন। শোনা যাচ্ছিল রাহুল কেপির কাছেও একাধিক ক্লাবের অফার রয়েছে। তবে তিনি ক্লাব ছাড়বেন কি না সেটাই এখন প্রশ্ন। কেরালা ব্লাস্টার্স এফসিতেও থেকে যেতে পারেন রাহুল।

   

১৯ মার্চ, ২০১৯ তারিখে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রাহুল। ওই বছর ২৪ অক্টোবর ৫৪ তম মিনিটে কেরালার দলটির হয়ে প্রথম মাঠে নেমেছিলেন। ২২ নভেম্বর তিনি ক্লাবের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোল করেন। চোটের কারণে বেশিরভাগ ম্যাচ থেকে ছিটকে গেলেও রাহুল এই মরসুমে মোট আটটি ম্যাচ খেলেছিলেন।

২০২০ সালের সেপ্টেম্বরে রাহুল ব্লাস্টার্সের সঙ্গে তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়েছিলেন। ১৩ ডিসেম্বর, বেঙ্গালুরুর বিরুদ্ধে দক্ষিণ ভারতীয় ডার্বিতে ২০২০-২১ মরসুমে তার প্রথম গোল করেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আরও একবার গোল করেন রাহুল। ম্যাচের ৯৪ মিনিটে গোল করে ব্লাস্টার্সের জয় নিশ্চিত করেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন