Mohun Bagan: হাবাসকে নিয়ে শুরু জল্পনা

Antonio López Habas, Juan Ferrando

সম্প্রতি মোহনবাগান (Mohun Bagan ) সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা।  জল্পনার কেন্দ্রে রয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio López Habas )। চলতি মরসুম শুরু হওয়ার আগে নতুন দায়িত্ব নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। কোচ নয়, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে কাজ করার দায়িত্ব নিয়ে স্পেন থেকে ফের কলকাতায় এসেছিলেন হাবাস। অনেকের আশঙ্কা ছিল অতি সন্ন্যাসীতে গাজন না নষ্ট হয়ে যায়।

আসলে কোচ হিসেবে হাবাস কতটা আবেগপ্রবণ সেটা ভারতীয় ফুটবল প্রেমীরা খুব ভালো করে জানেন। তুলনায় হুয়ান অনেক বেশি ঠান্ডা মাথার। দুজনে এক সঙ্গে কাজ করতে পারবেন কি না সে ব্যাপারে সংশয় ছিল। মরসুম শুরু হওয়ার পর অবশ্য এ ব্যাপারে কোনো প্রশ্ন ওঠেনি। কারণ দল ভালো খেলছে, বেশিরভাগ ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্ট জিতে মাঠ ছেড়েছে।

   

হাবাসকে নিয়ে তাহলে কেন জল্পনা? আহমেদ বায়ার নামের একটি প্রোফাইল করে ফলো করতে শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল। আহমেদ বায়ার উয়েফা এ লাইসেন্স প্রাপ্ত কোচ হওয়ার পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন। প্রোফাইল বর্ণনায় একবার আগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিজের পরিচয় দিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন