আগামী ১০ ফেব্রুয়ারী হায়দরাবাদ এফসির বিপক্ষে আইএসএলের দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে অনেক কষ্টের মধ্য দিয়ে ড্র করেছিল দল। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে আসন্ন দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই পয়েন্ট টেবিলের ক্ষেত্রে কিছুটা হলেও বদল আসবে।
তারপর তৃতীয় ম্যাচ খেলতে হবে মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসবে সবুজ-মেরুন।আসলে এবারের এই ফুটবল লিগের শুরু থেকেই দারুন ছন্দে থেকেছে গোয়া। তাই এই দলকে আটকাতে পারলে কলকাতা ময়দানের এই প্রধান যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়।
এক্ষেত্রে দলের সমর্থকদের সমর্থন চাইছে দল। সেজন্য আপামর মোহনবাগান জনতার সুবিধার্থে নয়া উদ্যোগ নিল ম্যানেজমেন্ট। এবার বিনামূল্যে মিলবে ম্যাচের টিকিট। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ঘন্টা কয়েক আগে ঠিক এমনটাই ঘোষণা করা হয় ক্লাবের তরফ থেকে। নিজেদের ফেসবুক পেজে ঠিক তেমনটাই জানানো হয়। সেখানে বলা হয়, ক্লাব ম্যানেজমেন্টের নয়া সিদ্ধান্ত অনুযায়ী আগত হায়দরাবাদ ম্যাচের জন্য জেনারেল স্ট্যান্ডের টিকিট বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এক্ষেত্রে যথেষ্ট সীমিত রয়েছে টিকিটের পরিমান। অর্থাৎ আগে আসলেই মিলবে টিকিট।
কিন্তু কখন? যতদূর জানা গিয়েছে, আগামীকাল সকাল ১০টা বেজে ৩০ মিনিট থেকে বিকেল ৫টা বেজে ৩০ মিনিট পর্যন্ত মোহনবাগান সুপারজায়ান্টস ক্লাব টেন্ট ও যুবভারতীর বক্স অফিস থেকে মিলবে টিকিট।তবে এক্ষেত্রে প্রত্যেকে দেওয়া হবে মাত্র দুটো করে টিকিট।