Suryakumar Yadav Catch: আরও একটা পদক পেলেন সূর্যকুমার, যোগ্য বলেই পেলেন সম্মান

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর টি২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নের…

special medel for the Suryakumar Yadav Catch

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর টি২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতল টিম ইন্ডিয়া। একদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচের প্রতিটি হাইলাইট মুহূর্ত এবং অন্য দিকে শেষ ওভারে সূর্যকুমার যাদবের ম্যাচ উইনিং ক্যাচ (Suryakumar Yadav Catch)।

ম্যাচের পাশাপাশি এই ক্যাচটিও স্মরণীয়। কারণ দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার যদি শেষ বল পর্যন্ত উইকেটে টিকে থাকতেন, তাহলে ম্যাচের ফল অন্য কিছু হলেও হতে পারতো। সূর্যকুমার যাদবের এই ক্যাচটি সোশ্যাল মিডিয়ায় ‘বিশ্বকাপ উইনার’ ক্যাচ তকমা পেয়েছে।

   

‘একটু রং কমাতে হবে বরং…’, বিশ্বজয়ীদের নিয়ে কী লিখলেন রূপম?

তাঁর ক্যাচ ধরা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এই অনন্য ক্যাচের জন্য সূর্যকুমার যাদবকে ‘সেরা ফিল্ডার মেডেল’ পুরস্কার দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনুষ্ঠানের একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে টি দিলীপ পুরো দলের প্রশংসা করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সচিন-সৌরভের ঝুলিতেও নেই! এই রেকর্ড গড়ে ধোনিকে ছুঁলেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের জয়ের পর ফিল্ডিংয়ের জন্য এই পুরস্কারের ব্যবস্থা করেছিলেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। জয়ের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। শেষ ওভারে ‘বিশ্বকাপ উইনার’ ক্যাচের জন্য সূর্যকুমার যাদবকে সেরা ফিল্ডারের পদক দেন বিসিসিআই সচিব জয় শাহ। যদিও এই পদকগুলি ফিল্ডিং কোচ টি দিলীপ দিয়ে থাকেন। তবে এবার জয় শাহকে ফিল্ডিং মেডেল দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।