HomeSports Newsএই স্প্যানিশ উইঙ্গারের দিকে নজর ভারতের একাধিক ক্লাবের

এই স্প্যানিশ উইঙ্গারের দিকে নজর ভারতের একাধিক ক্লাবের

- Advertisement -

এবারের এই নয়া সিজনের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ইতিমধ্যেই দল গঠন করে নিলেও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে অন্যান্য দল গুলি। সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই বারংবার উঠে আসতে শুরু করেছেল মুম্বাই থেকে শুরু করে গোকুলাম কেরালা ও আইজলের নাম।

শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয় দলের বেশকিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি কয়েকজনের সঙ্গে চুক্তি বাড়ানোর ও পরিকল্পনা ছিল দলের ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়। বিদেশি খেলোয়াড় নির্বাচিত করার ক্ষেত্রে ও যথেষ্ট দক্ষতা দেখিয়েছে দেশের ক্লাব গুলি। এসবের মাঝেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে আলফ্রেড প্লানাসের (Alfred Planas) নাম। পূর্বে স্পেনের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব তথা সেস্টাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই রাইট উইঙ্গার। শেষ সিজনে দলের হয়ে খেলেছিলেন প্রায় একত্রিশটি ম্যাচ।

   

যার মধ্যে দুইটি গোল ও ছিল প্লানাসের। তবে গত জুলাই মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে সেই ফুটবল দলের।তারপর থেকেই এই উইঙ্গারের দিকে নজর পড়েছে ভারতের একাধিক ফুটবল ক্লাবের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে গোকুলাম কেরালা এফসি থেকে শুরু করে হায়দরাবাদ এবং চানমারি এফসির মতো ফুটবল ক্লাবের নাম। তবে মনে করা হচ্ছে অন্যান্য দল গুলির তুলনায় কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা গোকুলাম কেরালা শিবির। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে তাঁদের অবস্থান।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular