Borja Baston: এই তারকা বিদেশি ফুটবলার বেহাত হল এটিকে মোহনবাগানের

Spanish star Borja Baston is not coming to ATK Mohun Bagan

সমস্ত জল্পনার অবসান। সাড়া জাগিয়েও শেষ অবধি এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) আসছেন না স্প‍্যানিশ তারকা বোরহা ব‍্যাস্টন (Borja Baston)। এই স্প‍্যানিশ গোল মেশিন’কে পাওয়ার চেষ্টা চালালেও আগেই জানিয়েছিলাম বর্তমানে এই ফুটবলারের মার্কেট ভ‍্যালু তিরিশ কোটি টাকা, আর এই বিপুল পরিমাণ অর্থ’ই তার এটিকে মোহনবাগানে আসার পথে বাঁধা হয়ে দাড়াল।

বছর ২৯ এর এই স্প‍্যানিশ স্ট্রাইকার বর্তমানে খেলেন স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব রিয়াল ওভেইদো’তে।সংশ্লিষ্ট ক্লাবের পক্ষে এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে থাকা এই ফুটবলার তার বর্তমান ক্লাবের হয়ে ৪০ ম‍্যাচে ২২ টা গোল করে ফেলেছেন।

   

অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার এইবার, রিয়াল জারাগোজা,দিপোর্তিভো লা করুনা, মালাগার মতো স্প‍্যানিশ ক্লাবে খেলার পাশাপাশি খেলেছেন ইংল্যান্ডে সোয়ান্সি সিটি, অ্যাস্টন ভিলার মতো ক্লাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন