স্প্যানিশ মিডফিল্ডারের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের

নতুন মরসুমের (ISL) কথা মাথায় রেখে দল গোছানোর কাজ অনেকটাই সেরে ফেলেছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। কলকাতার তিন প্রধানের পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য হেভিওয়েট দল গুলি ও…

Spanish Midfielder Sergi Samper

নতুন মরসুমের (ISL) কথা মাথায় রেখে দল গোছানোর কাজ অনেকটাই সেরে ফেলেছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। কলকাতার তিন প্রধানের পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য হেভিওয়েট দল গুলি ও নিজেদের পরিকল্পনা মতো খেলোয়াড়দের চূড়ান্ত করেছে‌। তবে শেষ মুহূর্তে চমক দেওয়ার লক্ষ্য সকলের। তাই দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল তারকার দিকে নজর রয়েছে ক্লাব গুলির।

সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল সের্গি সাম্পার (Sergi Samper) নাম। একটা সময় বার্সেলোনার পাশাপাশি গ্ৰানাদার মতো ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। পরবর্তীতে ইউরোপের পাশাপাশি এশিয়ার ক্লাবে ও খেলেছেন সাম্পা। গত মরসুমে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব এফসি অ্যান্ডোরার সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই মিডফিল্ডার।

   

গত জুন মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে এই ফুটবল ক্লাবের। এরপর থেকেই সাম্পার দিকে নজর রাখতে শুরু করে একাধিক ফুটবল ক্লাব। একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের নাম শোনা গেলেও সেই নিয়ে সঠিক তথ্য মেলেনি। তিনি যে লাল-হলুদে আসবেন না, পরবর্তীতে পরিষ্কার হয়ে যায় সেটি।

যতদূর জানা গিয়েছে, এফসি গোয়ার পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের মতো ফুটবল ক্লাবের নজর রয়েছে তাঁর দিকে। কিন্তু আদৌ তিনি ভারতে আসবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মাঝমাঠকে শক্তিশালী করতে নয়া বিদেশি চূড়ান্ত করার পথেই এগোচ্ছে গোয়া শিবির।