Victor Vazquez: মশালবাহিনী নিয়ে কী বলছেন নয়া স্প্যানিশ? জানুন বিস্তারিত

victor vazquez

ঘন্টাকয়েক আগেই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ভেক্টর ভাসকুয়েজের (Victor Vazquez) সাইন করার কথা। যারফলে, কিছুটা খুশির ঝলক দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। তবে তার বয়স নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে সকলের। তবে অতীতের সমস্ত অভিজ্ঞতা ও রেকর্ডের পাশাপাশি তার ফিজিক্যাল ফিটনেস দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, একটা সময় বার্সেলোনার মত দলের হয়েও ফুটবল খেলেছেন তিনি। পরবর্তীতে খেলেন টরেন্টো এফসিতে। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি কোপা দেল রে সহ আরও একাধিক বড়বড় ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার সঙ্গে নিয়েই কলকাতায় আসছেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল তারকা।

   

কিছু ঘন্টা আগেই তার সাইন করার কথা ঘোষণা করা হয় ইমামি ইস্টবেঙ্গল দলের অফিসিয়াল পেজ থেকে। যেখানে মেসির পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সঙ্গে খেলার ও ছবি দেখা যায় একটি ভিডিওতে। কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত হওয়ার পর এই ফুটবলার বলেন, ইস্টবেঙ্গলের মতো ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি।

দলের হেডকোচ কার্লোস কুয়াদ্রাতের পাশাপাশি সহকারী কোচ দিমাস ডেলগাডোর তরফ থেকে ও এই ক্লাবের ব্যাপারে অনেক কিছু শুনেছি। সেইসাথে দলের সমর্থকদের উন্মাদনার কথা ও কোচ বলেছেন। এখানে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব।

এখন তার দাপুটে পারফরম্যান্স দেখার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই স্প্যানিশ তারকাকে দলে আনতে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট। তার আগমনে মাঝ মাঠের থাক থেকে যে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে লাল-হলুদ ব্রিগেড তা কিন্তু বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন