Juan Pedro Benali: ঘুরে দাঁড়ানোর লড়াই, আসন্ন মরশুম নিয়ে যথেষ্ট আশাবাদী বেনালি

NorthEast United's Spanish Coach Juan Pedro Benali

আগের সিজন থেকেই স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালির (Juan Pedro Benali) হাতে উঠেছে নর্থইস্ট ইউনাইটেডের দায়িত্ব। তার হাত ধরেই নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া জন আব্রাহামের এই ফুটবল ক্লাব। দল গঠনের ক্ষেত্রে এবার তাদের নজর গিয়ে পড়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু দাপুটে ফুটবলারদের দিকে।

গত সিজনে যথেষ্ট ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। দ্বিতীয় লেগের শুরুতে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে টম জুরিখের পাশাপাশি আরও একাধিক দাপুটে ফুটবলারদের দলে আনায় প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করলেও তা কাজে দেয়নি।

   

কিন্তু এবার দলের শক্তি বাড়াতে অনেক আগে থেকেই জনি কাউকোর সঙ্গে কথাবার্তা শুরু করেছিল এই ফুটবল ক্লাব। গত বছর ফিনল্যান্ডের এই দাপুটে ফুটবলারের দৌলতে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল বাগান ব্রিগেডের। এমনকি শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারানোর পাশাপাশি টুর্নামেন্টের শিল্ড ও জয় করেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু নতুন সিজনে তার বিকল্প আনতে মরিয়া মেরিনার্সরা। সেই সুযোগ কাজে লাগিয়েই কাউকোর মতো অভিজ্ঞ ফুটবলারদের দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চায় নর্থইস্ট। যা নিঃসন্দেহে খুশি করছে সমর্থকদের।

এসবের মাঝেই নতুন মরশুম নিয়ে যথেষ্ট ইতিবাচক বার্তা দিলেন নর্থইস্টের স্প্যানিশ কোচ। তিনি বলেন, গত মরশুমে গোটা দলকে প্রস্তুত করার দিকেই আমাদের অধিক নজর ছিল। তবে আসন্ন মরশুমের শুরু থেকেই জয়ের সরনীতে ফিরতে দেখা যাবে দলকে। মূলত চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্যই লড়াই করবে ফুটবলাররা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন