চ‍্যাম্পিয়ন্স লিগে খেলা স্প‍্যানিশ ফুটবলারকে দলে নিয়ে চমক দিল এই ক্লাব

Carlos Delgado

বছর দুয়েক পর ওড়িশা এফসি’তে (Orissa FC) ফিরলেন স্প‍্যানিশ সেন্টার ব‍্যাক কার্লোস ডেলগাডো (Carlos Delgado)। রবিবার ক্লাবের তরফ থেকে এই খবর শেয়ার করা হয়েছে।এর আগে ২০১৯-২০২০ মরশুমে ‘দ‍্য জাগারনটস’দের হয়ে ১৬ ম‍্যাচ খেলেছিলেন এই ফুটবলার।

স্প‍্যানিশ ক্লাব মালাগা’র ইউথ প্রোডাক্ট ডেলগাডো একদশক আগে ক্লাবের বি দলের হয়ে অভিষেক করেন।এরপর বিভিন্ন সময় Real Valladolid, UD Almeria, Sparta Rotterdam এর মতো ক্লাবের রিজার্ভ দলে খেলার পর ২০১২ সালে মালাগার বি দলে সই করেন তিনি।ক্লাবের সিনিয়র দলের হয়ে চ‍্যাম্পিয়ান্স লিগের আসরে লিঁলের বিপক্ষে অভিষেক করেন তিনি ।ওড়িশা এফসি’তে যোগদান করার আগে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব Castellon- এ খেলতেন তিনি।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন