আগের আইএসএল মরশুমের মাঝামাঝি সময় থেকেই মোহনবাগানের (Mohun Bagan) দায়িত্ব দেওয়া হয়েছিল হাবাসের হাতে। বলতে গেলে তার তত্ত্বাবধানেই সেই ফুটবল টুর্নামেন্টে ছন্দ ফিরে পেয়েছিল কলকাতার এই প্রধান ক্লাব। ঘুরে দাঁড়িয়ে একের পর এক হেভিওয়েট দলকে পরাজিত করেছিল মেরিনার্সরা।
সেই সুবাদে অনায়াসেই আইএসএলের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে সহকারী কোচ ক্যাসকালানার। কিন্তু নতুন মরশুমে হাবাসের পরিবর্তে আরেক স্প্যানিশ কোচের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। দায়িত্ব পেয়েছেন জোসে ফ্রান্সিকো মোলিনা।
পূর্বে সময় স্পেনের জাতীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। এবার তার হাতেই রয়েছে এই হেভিওয়েট ক্লাবের দায়িত্ব। সেজন্য তার নির্দেশ মেনেই দেশি ও বিদেশী ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। বর্তমানে অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করে ফেলেছে মোহনবাগান। শুধু সরকারিভাবে নাম ঘোষণা করার অপেক্ষা।
কিন্তু এসবের মাঝেই এবার মোহনবাগান ছাড়লেন হাবাসের সহকারি কোচ ম্যানুয়েল ক্যাসকালানা। গত বছর হেড কোচের অনুপস্থিতিতে ঠান্ডা মাথায় দলের দায়িত্ব পালন করেছিলেন এই স্প্যানিশ কোচ। তার তত্ত্বাবধানে একাধিক ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান।
কিন্তু এবার আর দলে থাকছেন না এই স্প্যানিশ তথা হাবাসের সহকারী। কিছু সময় আগেই নিজের সোশ্যাল সাইটে সে কথা জানিয়েছেন ম্যানুয়েল। যেখানে শিল্ড জয়ের ছবি সহ সমস্ত কিছুর জন্য ধন্যবাদ ও জানিয়েছেন তিনি।