ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে বিশ্বকাপ না খেলার হুমকি স্পেনের!

বিশ্ব ফুটবলের (World Football) র‍্যাঙ্কিংয়ে (FIFA Ranking) নাটকীয় উত্থান স্পেনের (Spain)। টানা ১১ বছর পর ফের এক নম্বরে উঠে এল ‘লা রোহা’। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ…

Spain tops FIFA Ranking after 11 years later

বিশ্ব ফুটবলের (World Football) র‍্যাঙ্কিংয়ে (FIFA Ranking) নাটকীয় উত্থান স্পেনের (Spain)। টানা ১১ বছর পর ফের এক নম্বরে উঠে এল ‘লা রোহা’। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (Argentina) সরিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ইউরোপ সেরার খেতাবজয়ী স্পেন। ফ্রান্স (France) রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে নেমে গিয়েছে মেসির আর্জেন্টিনা।

বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের চোখ এখন স্পেনের দিকে। লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে স্পেনীয় ফুটবল যে নতুন দিশা পেয়েছে, তা নিয়ে সংশয় নেই বিশেষজ্ঞদের মধ্যেও। শুধু ইউরো কাপ জয় নয়, গত দেড় বছরে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের ধারাবাহিকতা নজর কেড়েছে ফুটবলবিশ্বে। ২০২৩ সালের ২৩ মার্চের পর থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি তারা। টানা ২৭ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে স্পেনীয়রা।

   

স্পেনের এই রূপকথার উত্থান কেবল মাঠের পারফরম্যান্সে থেমে নেই। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক পরিস্থিতিতেও স্পেনের দৃঢ় অবস্থান চোখে পড়ার মতো। ইজ়রায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বকাপ থেকে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে স্পেন সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ স্পষ্ট করে জানিয়েছেন, “গাজার মানুষের উপরে ইজরায়েলের যেভাবে দমননীতি চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বকাপের মতো মঞ্চে এমন দেশের অংশগ্রহণ বরদাস্ত করা উচিত নয়।”

এ দিকে, বৃহস্পতিবারই স্পেনের সরকার জানিয়েছে, ইজরায়েল যদি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে তা হলে আসন্ন প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে তারা। স্পেন এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে দু’টি ম্যাচেই জিতে গ্রুপে সবার উপরে রয়েছে।

ফুটবলে ফিরে এলে দেখা যাচ্ছে, র‍্যাঙ্কিংয়ে এবার স্পেনের উত্থানের বড় কারণ হল ধারাবাহিক জয়। সম্প্রতি বুলগেরিয়া ও তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় পায় তারা। ইউরো কাপ জয়ের আত্মবিশ্বাস তাদের পারফরম্যান্সে স্পষ্ট।

Advertisements

ফিফা র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে প্রথম দশের মধ্যে আরও কিছু পরিবর্তন চোখে পড়েছে। ফ্রান্স দ্বিতীয় স্থানে রয়েছে, তিনে নেমেছে আর্জেন্টিনা। ইংল্যান্ড চতুর্থ। এক ধাপ উঠে পাঁচে এসেছে পর্তুগাল, যার ফলে ব্রাজিল নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি। উল্লেখযোগ্যভাবে তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গিয়েছে জার্মানি।

বিশেষজ্ঞদের মতে, ইউরো কাপ জয়ের পর থেকেই স্পেনের র‍্যাঙ্কিংয়ে উত্থান সময়ের অপেক্ষা ছিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছাপিয়ে যাওয়ার মতো পারফরম্যান্সই তাদের শীর্ষে ফিরিয়ে এনেছে। ‘গোলের জন্য খেলো, শিরোপার জন্য নয়’, এই পুরনো দর্শনকে পিছনে ফেলে স্পেন এখন জয় ও ট্রফির সংজ্ঞা বদলে দিচ্ছে।

ফুটবলে সাম্প্রতিককালে এমন দাপুটে প্রত্যাবর্তন খুব কমই দেখা যায়। স্পেন দেখিয়ে দিয়েছে, বদল আনতে সময় লাগে না— লাগে মনোভাব, কাঠামো আর সঠিক নেতৃত্ব। বিশ্ব ফুটবলের র‍্যাঙ্কিংয়ে এই সাফল্য শুধু শুরু, সামনের বিশ্বকাপে তাদের পারফরম্যান্স আরও বড় কিছু জানান দিতে পারে, এমনটাই মনে করছে গোটা ফুটবল দুনিয়া।

Spain tops FIFA Ranking after 11 years later