বিশ্ব রেকর্ড গড়ল Spain ক্রিকেট টিম, ভারতের কাছেও নেই এই রেকর্ড

ক্রিকেট ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ফুটবলের মতো বিশ্বমঞ্চেও আধিপত্য বিস্তার করতে প্রস্তুত এই খেলা। এখন ইউরোপ মহাদেশে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছে। স্পেনের ফুটবল…

Spain Cricket

ক্রিকেট ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ফুটবলের মতো বিশ্বমঞ্চেও আধিপত্য বিস্তার করতে প্রস্তুত এই খেলা। এখন ইউরোপ মহাদেশে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছে। স্পেনের ফুটবল দলকে সেরা দলগুলোর মধ্যে গণনা করা হয়। এখন ফুটবলের পর ক্রিকেটে ছাপ ফেলতে শুরু করেছে স্পেন (Spain)।

বুমরাহর সঙ্গে শামি, থাকছেন রোহিত-বিরাট, করা হল বড় ঘোষণা!

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক ইউরোপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে গ্রিস ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে স্পেন। এই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে স্পেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছে দলটি। স্পেনের ক্রিকেট টিম এখনও পর্যন্ত টানা ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে, যা সর্বোচ্চ। এর আগে সবচেয়ে বেশি টানা ১৩ টি করে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড ছিল মালয়েশিয়া ও বারমুডার। এবার মালয়েশিয়া ও বারমুডার বিশ্বরেকর্ড ভেঙেছে স্পেন।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে স্পেন ক্রিকেট দল। বিশ্ব রেকর্ড গড়তে স্পেন আইল অফ ম্যান, জার্সি, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র এবং গ্রিসের দলগুলিকে পরাজিত করেছে। অন্য দিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১২টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে এই ম্যাচগুলি জিতেছে ভারত।

খাঁড়ার ঘা! পাকিস্তান-বাংলাদেশকে কড়া শাস্তি শুনিয়ে দিল ICC

স্পেনের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯৬ রান করে গ্রিস। এরপর খুব সহজেই এই লক্ষ্য তাড়া করে ফেলে স্পেন। স্পেনের হয়ে ২৬ রান করেন মহম্মদ ইসান। ইয়াসির আলি ২৫ ও হামজা দার ৩২ রান করেন। এই দুই ক্রিকেটারের কারণে ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি স্পেনের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন ইয়াসির আলি। তিনি নিয়েছেন তিনটি উইকেট। যে কারণে তাঁকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।