সৌভিক চক্রবর্তীকে হয়তো ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতেই দেখা যাবে। দুই ক্লাবের মধ্যে কথাবার্তা অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছে। সৌভিক নিজেও কলকাতায় ফিরে আসতে আগ্রহী।
প্রাপ্ত খবর অনুযায়ী, ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ ফুটবল ক্লাবের মধ্যে সৌভিক চক্রবর্তী প্রসঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। কেউ কেউ বলছেন এই তারকা বাঙালি ফুটবলারের দল বদল করা প্রায় নিশ্চিত। দল বদলের সম্ভাবনার কথা সমর্থকদের মধ্যেও পৌঁছেছে ইতিমধ্যে।
গত মরসুমে সৌভিক ছিলেন হায়দরাবাদ এফসিতে। সেখানে খুবই ভালো পারফরম্যান্স করে নিজ দক্ষতায় দলের মাঝমাঠ সামলে ছিলেন । মোট ১৬ টি ম্যাচ খেলে একটি গোল এবং দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিলেন তিনি।
সৌভিককে দলে আনতে গেলে হয়তো ট্রান্সফার ফি দিতে হতে পারে লাল হলুদ ক্লাবকে। অবশ্য এই ট্রান্সফার ফি দিতে কোনও অসুবিধা নেই বলে মনে করা হচ্ছে। নতুন ইনভেস্টার ইমামি গ্রুপও সৌভিককে তাদের নতুন দলে পেতে আগ্রহী বলে অনুমান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হায়দরাবাদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভারতীয় এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।