CFL: এক ঝাঁক পাহাড়ি ফুটবল নিয়ে স্কোয়াড সাজাচ্ছে কলকাতার এই ক্লাব

CFL southern samity
সার্দান সমিতিতে চলছে অ্যাকাডেমির প্র্যাকটিস। ছবি- ফেসবুক

আর কয়েক দিন পর থেকে শুরু হবে কাউন্টডাউন। বাংলায় শুরু হবে কলকাতা ফুটবল লিগ (CFL)। তার আগে এখন পুরো দমে চলছে দল গঠনের কাজ। কলকাতা ফুটবল লিগে অংশ নিতে চলা সব ক্লাবেই চলছে প্রস্তুতি। দল গঠনের কাজে অনেকটা এগিয়েছে সার্দান সমিতি (Southern Samity)।

আসন্ন সিএফএল-এর জন্য দল গড়ার কাজ অনেক আগে শুরু করে দিয়েছিল সার্দান সমিতি। স্কোয়াড মোটামুটি তৈরি। প্র্যাটিস শুরু হওয়ার অপেক্ষা। দিনে কয়েক পর থেকে কলকাতা ফুটবল লিগের জন্য অনুশীলন শুরু করে দেবে ক্লাব। রবীন্দ্র সরোবরে নিজেদের মাঠেই করা হবে অনুশীলন।

   

East Bengal: দিমিত্রি ক্লাবে এলেও সমস্যা মিটবে না ইস্টবেঙ্গলের?

গতবারের স্কোয়াড থেকে এবার সার্দান সমিতির দল অনেকটা আলাদা। নতুন করে সাজানো হয়েছে স্কোয়াড। পাহাড়ি ফুটবলারদের নিয়ে ক্লাব কর্তারা ঢেলে দল সাজিয়েছেন বলে জানা গিয়েছে। দেশের উত্তর পূর্ব অংশ থেকে নেওয়া হয়েছে একাধিক ফুটবলার। মণিপুর থেকে স্কোয়াডে একাধিক ফুটবলার থাকবেন বলে আশা করা হচ্ছে।

কলকাতা ফুটবল লিগে বরাবর ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত সার্দান সমিতি। শহরের নামকরা, হেভিওয়েট ক্লাবগুলোকে মাঠের লড়াইয়ে বারংবার বেগ দিয়েছে সার্দান। বড় ক্লাবকে হারিয়েওছে ক্লাব। আসন্ন কলকাতা ফুটবল লিগেও সার্দান সমিতি কিছু অঘটন ঘটাবে বলে আশা করা যায়. পাহাড়ি ফুটবলারদের পাশাপাশি গ্রাম বাংলার ছেলেরাও থাকছেন সমিতির স্কোয়াডে।

Dimitrios Diamantakos: ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিলেন দিমিত্রি

দলে থাকবেন অভিজ্ঞ ফুটবলার। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল লক্ষ্য করা যাবে দলের প্রথম একাদশ রিজার্ভ বেঞ্চে। পাহাড়ি ছেলেরা বেশি থাকায় ক্লাবের কাছ থেকে গতি নির্ভর খেলা আশা করতে পারেন বাংলার ফুটবল প্রেমীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন