HomeSports Newsম্যানচেস্টারের ৩ গোল, ৩ পয়েন্ট

ম্যানচেস্টারের ৩ গোল, ৩ পয়েন্ট

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে ম্যানচেস্টার ইউনাইটেড (Southampton vs Man United)। ব্রাইটন ও লিভারপুলের বিরুদ্ধে পরাজয়ের পর সাউদ্যাম্পটনের বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট পেল ম্যান ইউ (Manchester United)। স্কোরলাইন ৩-০। শনিবারের ম্যাচে গোল করলেন ম্যাথিজ ডি লিট, মার্কস রাশফোর্ড ও আলজেন্দ্র গার্নচো।

চিমার গোলে ফিকে রয় কৃষ্ণা

   

সেন্ট মেরিস স্টেডিয়ামে সাউদ্যাম্পটনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলেছে এরিক টেন হ্যাগের ছাত্ররা। যদিও খেলার একেবারে শুরুর দিক গোল করার মতো সুযোগ ছিল আয়োজকদের কাছে। টাইলার ডিবলিংয়ের একক প্রচেষ্টা রুখে দেন আন্দ্রে ওনানা। ওনানা এই ম্যাচে একাধিক সেভ করেছেন।

প্রথম গোল ৩৫ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসনের কর্নার শট চলে গিয়েছিল ব্রুনো ফার্নান্দেজের কাছে। ব্রুনোর বাড়ানো বল থেকে গোল করেন ম্যাথিজ ডি লিট। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বেশ কিছুটা সময় পেয়ে গিয়েছিলেন। গোলকিপারের পজিশন দেখে বাঁক খায়ানো শটে বল জড়িয়ে দেন জালে। আমাদ দিয়ালোর কাছ থেকে বল পেয়ে গোল করেছেন রাশফোর্ড। ১৮৯ দিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ স্কোরবোর্ডে নাম তুললেন তিনি।

৫৬ রান করলেই KKR ব্যাটারের মহারেকর্ড!

ম্যাচের ৭৩ মিনিটে রাশফোর্ডকে তুলে গার্নচোকে মাঠে নামান ম্যান ইউ কোচ। আর্জেন্টাইন ফুটবলার আবার লাল জার্সিতে প্রমাণ করলেন নিজেকে। চলতি মরশুমের শুরু থেকে ফর্মে রয়েছেন গার্নচো। সাউদ্যাম্পটনের কফিনে শেষ পেরেক পুঁতলেন ৯০+৬ মিনিটে। চলতি মরশুমে ইতিমধ্যে দু’টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন আলজেন্দ্র গার্নচো। এদিন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয়েছে ম্যানুয়েল উগার্তের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular