World Cup: সেমিফাইনাল না খেলেই ফাইনালে চলে যেতে পারে দক্ষিণ আফ্রিকা

South Africa

আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ২০২৩-এর (World Cup) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা প্রথম সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলবে। কিন্তু ম্যাচের আগেই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে ক্যাঙ্গারু ব্রিগেডের।

Advertisements

আবহাওয়া দফতরের বক্তব্য নিয়ে বিভিন্ন প্রতিবেদনে লেখা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে এই ম্যাচ শেষ না হলে ফাইনালের টিকিট পাবে আফ্রিকান দল। একই সঙ্গে অস্ট্রেলিয়া টিমের যাত্রা শেষ হবে এবারের বিশ্বকাপে।

   

Advertisements

২০২৩ সালের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দুই দলকেই কমপক্ষে ২০ ওভার খেলতে হবে। এমন পরিস্থিতিতে বৃষ্টি হলে এবং ম্যাচ বাতিল হলে তা আফ্রিকান দলের জন্য উপকারী প্রমাণিত হবে। লীগ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল ভারতীয় দল। একই সময়ে আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ১৪ পয়েন্ট পেলেও রান রেটের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল সাউথ আফ্রিকা। এ কারণেই বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে লাভবান হবে দক্ষিণ আফ্রিকা। ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চতুর্থ দল নিউজিল্যান্ড।