প্রোটিয়াদের দাপটে লন্ডভন্ড ইংল্যান্ড, গড়ল লজ্জার রেকর্ড

অ্যাগ্রেসিভ ক্রিকেট বা বাজবল ঘরানার খ্যাতি আছে ইংল্যান্ড (England) দলের। টেস্টে যেমন, সীমিত ওভারের ক্রিকেটেও সেই আগ্রাসী মানসিকতার পরিচয় দিতেই চায় তারা। তবে দক্ষিণ আফ্রিকার…

South Africa Thrash England by 7 wickets in first ODI at Headingley

অ্যাগ্রেসিভ ক্রিকেট বা বাজবল ঘরানার খ্যাতি আছে ইংল্যান্ড (England) দলের। টেস্টে যেমন, সীমিত ওভারের ক্রিকেটেও সেই আগ্রাসী মানসিকতার পরিচয় দিতেই চায় তারা। তবে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (ODI) প্রথম ম্যাচে সেই আগ্রাসী ভাবনাই ডুবিয়ে দিল ব্রিটিশদের। লিডসের হেডিংলিতে (Headingley) মাত্র ২৪.৩ ওভার ব্যাট করে ১৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৩ উইকেট হারিয়েই তুলে নেয় সহজ জয়।

বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ প্ৰাক্তন পেসারের

   

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন দক্ষিণ আফ্রিকার দুই বোলার কেশভ মহারাজ ও উইয়ান মুল্ডার। মহারাজ ২২ রানে ৪টি এবং মুল্ডার ৩৩ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়াও লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার ১টি করে উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে কেবলমাত্র উইকেট পেয়েছেন লেগস্পিনার আদিল রশিদ, তিনিও ২৬ রানে ৩টি উইকেট তুলে নেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটা প্রমাণ হয় ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসেই। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। দলীয় ৪ রানে প্রথম উইকেট, এরপর ২৫, ৫৭, ১০৭—এই পর্যায় পর্যন্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাত্র ১৩১ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। শেষ ছয় উইকেট হারায় মাত্র ২৪ রানে।

এশিয়া কাপের আগে মাথায় হাত ভক্তদের! ইনস্টাগ্রাম পোস্টে চিন্তা বাড়ালেন পন্থ

ইংল্যান্ডের পক্ষে একমাত্র ব্যাটার হিসেবে লড়াই করেছেন অভিষিক্ত ওপেনার জেমি স্মিথ। তিনি ৪৮ বলে ১০টি চারের সাহায্যে করেন ৫৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জস বাটলারের ১৫ রান, এরপর জো রুট ১৪ এবং অধিনায়ক হ্যারি ব্রুক করেন ১২ রান। ইংল্যান্ডের সাত ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি।

এদিকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে রায়ান রিকেলটন ও এডেন মার্করাম তুলে ফেলেন ১২১ রান মাত্র ১৮.১ ওভারে। এই জুটিই মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় ইংল্যান্ডকে।

Advertisements

রবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

এডেন মার্করাম ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে মাত্র ৫৫ বলে ৮৬ রানের ইনিংস খেলে আউট হন। রিকেলটন অপরাজিত থাকেন ৫৯ বলে ৩১ রান করে। যদিও মাঝে বাভুমা (৬) এবং ট্রিস্টান স্টাবস (০) দ্রুত ফিরলেও জয়ে কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ২০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় লক্ষ্যে। রিকেলটনের সঙ্গে অপরাজিত ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস (৬)। এদিন জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সবুজ-মেরুনে সাম্বার সুর, প্রথম দিন রবসনের মুখে কলকাতা বিরিয়ানি থেকে ‘ভালো আসেন?’

এই ম্যাচে আরও একটি নজির গড়েছে ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে একজন ব্যাটারের ফিফটি থাকার পরও ১৩১ রানে অলআউট হওয়া, ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৮১ সালে ইয়ান বোথামের ৬০ রানের ইনিংসের ম্যাচে তারা অলআউট হয় ১২৫ রানে, এবং ১৯৮৩ সালে ডেভিড গাওয়ারের ৫৩ রানের ইনিংস থাকা অবস্থায় তারা গুটিয়ে যায় ১২৭ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর চেয়েও খারাপ ইনিংস রয়েছে ইংল্যান্ডের। ১৯৯৯ সালে ১০৩, ২০০০ সালে ১১১ এবং ১৯৯৬ সালে ১১৫ রানে অলআউট হয়েছিল তারা।

South Africa Thrash England by 7 wickets in first ODI at Headingley