চলতি বিশ্বকাপে (World Cup) মোমেন্টাম পেয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। বুধবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ১৯০ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। যার সুবাদে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা।
বুধবার মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করে যথারীতি রানের পাহাড়ে ওঠে সাউথ আফ্রিকা। এবারের বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে বেশিরভাগ ম্যাচে বড় অংকের রান খাড়া করেছে দলটি। কিউইদের বিপক্ষেও তার ব্যতিক্রম হল না। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৫৭/৪ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ১৬৭ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে এদিনের ম্যাচে শতরান করেছেন কুইন্টন ডি কক (১১৪ রান) ও ভ্যান ডার ডুসেন (১৩৩ রান)। ডেভিড মিলারের (৫৩ রান) হাফ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ নিউজিল্যান্ডের বোলিং বিভাগ। টিম সাউদির নামে জোড়া উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ নিয়েছেন চার উইকেট।
চলতি বিশ্বকাপের শুরুর দিকে দারুণ ফর্মে ছিল নিউজিল্যান্ডের। বেশ কিছু দিন শীর্ষ স্থান তারা ধরে রেখেছিল। পরপর তিন ম্যাচ হেরে এখন ক্রম তালিকার চার নম্বরে নেমে গিয়েছে। সেমিফাইনালে যাওয়ার পথ মসৃণ করতে হলে বাকি দুই ম্যাচে জয় নিশ্চিত করতে হবে নিউজিল্যান্ডকে।