East Bengal: ইস্টবেঙ্গলে নিযুক্ত হতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ

ইনভেস্টর, স্পনসর জল্পনার পাশাপাশি কোচ প্রসঙ্গেও চলছে আলোচনা। কেন্দ্র বিন্দুতে সেই ইস্টবেঙ্গল (East Bengal)। সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে মোহনবাগানে কোচিং করানো পোড়খাওয়া একজনের নাম। 

সম্প্রতি ময়দানে ভেসে উঠেছে শংকরলাল চক্রবর্তীর নাম। যিনি দীর্ঘ দিন যুক্ত ছিলেন মোহনবাগানের সঙ্গে। সহকারী কোচের পদে যেমন কাজ করেছিলেন, তেমনই হয়েছিলেন বাগানের হেড কোচ। 

   

২০১৪-১৮ পর্যন্ত সবুজ মেরুন শিবিরে নিযুক্ত ছিলেন সহকারী কোচের পদে। ২০১৮-১৯ মরশুমে পেয়েছিলেন হেড কোচের দায়িত্ব। সেই সময় তাঁর হাত ধরেই কলকাতা ফুটবল লিগে সেরার শিরোপা পেয়েছিল মোহনবাগান। 

শংকরলাল চক্রবর্তী ছাড়াও শোনা যাচ্ছে রঞ্জন ভট্টাচার্যের নাম। দুজনেই লাল হলুদ কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বলে সূত্রের খবর। তবে শংকরলাল কিছুটা এগিয়ে রয়েছেন বলে অনুমান। তাঁর অভিজ্ঞতাকে ইন্ডিয়ান সুপার লিগেও দল কাজে লাগাতে পারবে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন